Medinipur News: বাড়ির সদস্যদের গায়ে যখন তখন লেগে যাচ্ছে আগুন! ব্যাপক চাঞ্চল্য দাসপুরে – unusual activity in medinipur daspur house


বাড়ির মধ্যে যখন তখন জ্বলে উঠছে আগুন। শুধু তাই নয়, যখন তখন বাড়ির সদস্যদের গায়ে থাকা জামাকাপড়েও লেগে যাচ্ছে আগুন। ভৌতিক কাণ্ডে ব্যাপক শোরগোল। পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্যকর ঘটনা।

বাড়ির মধ্যে ভৌতিক কাণ্ড! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়। বাড়ির যেখানে সেখানে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন, চরম আতঙ্কের মধ্যে হতবাক বাড়ির সদস্যরা। শুধু বাড়ির সদস্যরাই নয়, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাতেই। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উত্তর গোবিন্দনগর এলাকার দোলুইদের বাড়িতে। সেই পরিবারের দুই সদস্য, নিরঞ্জন দোলুই ও তার ছোট ভাই নিশীথ দোলুই দুই ভাই মিলে একটি বাড়িতে থাকেন। তাদের বাড়িতেই ঘটছে এমন ভৌতিক কাণ্ড।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে দোলুই বাড়ির ভেতরে যখন তখন, যেখানে সেখানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এমনকি বাড়ির সদসদের গায়ে থাকা জামাকাপড়েও যখন তখন হঠাৎ করেই জ্বলে উঠছে আগুন। কী থেকে কী হচ্ছে, কিছু‌ বুঝতে না পেরে চরম আতঙ্কের মধ্যে হতবাক হয়ে দিন কাটাচ্ছে বাড়ির সদস্যরা। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

শুধু পুলিশ নয়, সঙ্গে সঙ্গে রবিবার রাতে ওই বাড়িতে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সোমবার সকালে ওই বাড়িতে পৌঁছায় যুক্তিবাদী সমিতির সদস্যরা। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে তারা। অনুমান, বিশেষ কোনও গ্যাস বা রাসায়নিকের উপস্থিতির কারণে ঘটছে এমন ঘটনা।

এই প্রথম নয়, এর আগেও রাজ্যে একাধিক জায়গায় দেখা গিয়েছে এমন ঘটনা। বছর দুয়েক আগে উলুবেড়িয়ার বাজারপাড়ার ঘোষ পরিবারের বাড়িতে ঘটে এমন ঘটনা। সেখানেও দোতলা বাড়ির নানা ঘরে আচমকা জ্বলে উঠছিল আগুন। একঘরের আগুন নেভাতে না নেভাতেই আবার আগুন অন্য ঘরে। এমনকী জামা-কাপড়ে আগুন লেগে যাচ্ছিল তো কখনও আবার পড়ার ঘরে বই-খাতায় আগুন লেগে যাচ্ছিল। মোবাইল ফোনেও হচ্ছিল সমস্যা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *