Shashi Panja : তাজপুর নিয়ে কথা চলছে আদানিদের সঙ্গে, জানালেন বাণিজ্যমন্ত্রী – talks are going on with adani about tajpur says minister shashi panja


এই সময়, নয়াদিল্লি: তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া থেকে আদানি গোষ্ঠী নিজেদের সরিয়ে নিয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। রবিবার দিল্লির প্রগতি ময়দানে এক সাংবাদিক বৈঠকে শশী বলেন, ‘বিরোধীরা এনিয়ে যা বলছে, তা না বুঝে বলছে। কোনও তথ্যও নেই তাদের কাছে।’ তাঁর কথায় স্পষ্ট, তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্পটি এখনও ‘ক্লোজ়ড চ্যাপ্টার’ নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারে ভিত্তিহীন প্রচার করা হচ্ছে। তাজপুর বন্দরের কাজ নিয়ে রাজ্য সরকার ও আদানিদের মধ্যে কথাবার্তা চলছে। কাজ শুরু করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। সেসব নিয়েই কথা চলছে। গুজবে কান দেওয়ার দরকার নেই।’ তবে কি কাজ এগোচ্ছে, নাকি থমকে গিয়েছে? শশীর জবাব, ‘কথাবার্তা চলছে।’

ক’দিন আগে বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়া নিয়ে আবার গ্লোবাল টেন্ডারের পথে যাচ্ছে রাজ্য। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে। আপনারা চাইলে টেন্ডারে অংশ নিতে পারেন।’ এরপরেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, এই বন্দর গড়ার জন্য আদানি গোষ্ঠীকে যে ‘লেটার অফ ইনটেন্ট’ দেওয়া হয়েছিল, সেটা কি তাহলে আর প্রযোজ্য থাকছে না।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্ন তুলেই আক্রমণ শানান রাজ্য সরকারকে। এক্স প্ল্যাটফর্মে তিনি অভিযোগ করেন, আদানি গোষ্ঠী এই বন্দর নির্মাণে আগ্রহী ছিল না এবং তারা এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে। যদিও এদিন শশীর দাবি, বিরোধীদের এই সব বক্তব্যের কোনও ভিত্তি নেই। তাহলে কেন আবার গ্লোবাল টেন্ডার ডাকার কথা বলা হলো, তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্য দেননি শিল্প-বাণিজ্যমন্ত্রী। শশী জানান, তিনি যা বলছেন, তা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবেই বলছেন।

দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারও প্যাভিলিয়ন দিয়েছে প্রগতি ময়দানে। সেখানেই এদিন শশী সাংবাদিকদের জানান, তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য আদানি গোষ্ঠীকে একটি প্রাথমিক ছাড়পত্র দিয়েছে রাজ্য। কিন্তু সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে কেন্দ্রের কাছে চূড়ান্ত অনুমতি পাওয়া এখনও বাকি। শশীর বক্তব্য, তাজপুরের প্রকল্পের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা, বিদেশ ও জাহাজ মন্ত্রকের ছাড়পত্র মিলেছে।

Suvendu Adhikari News: ‘তাজপুর কোনও দিনই ছিল না! মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে ভোট নিয়েছেন’, তোপ শুভেন্দুর
তবে স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র এখনও আসেনি। সেটা নিয়ে রাজ্য সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ও আদানি গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত আদানি গোষ্ঠীর তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। আদানি গোষ্ঠীর তরফে কেউ বিজিবিএসে এলেন না কেন, সেই প্রশ্নের জবাবে শশীর বক্তব্য, ‘এটা আদানি গোষ্ঠীকেই জিজ্ঞেস করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *