Bus Service : বাস পরিষেবা বন্ধ, সমস্যা সুন্দরবনে – the bus service that started in remote areas of sundarbans is stopped due to bad roads


এই সময়, হিঙ্গলগঞ্জ: সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সরাসরি জেলা সদর ও কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঘটা করে চালু হয়েছিল বাস পরিষেবা। বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ হল সেই বাস পরিষেবা। ঘটনাটি সুন্দরবনের হেমনগর থেকে বারাসত ও শামসেরনগর থেকে ধর্মতলার মধ্যে চলাচল করা বাস রুটের। স্থানীয় বাসিন্দাদের দাবি, খারাপ রাস্তার কারণে বাস চালানো বন্ধ করা হয়। বাস বন্ধ হওয়ায় সমস্যায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।

২০২২ সালে মুখ্যমন্ত্রী শামসেরনগরে এসে বাস পরিষেবা চালুর নির্দেশ দেন এলাকার মানুষের সমস্যার কথা ভেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০২২-এর ২ ডিসেম্বর পতাকা নেড়ে ঘটা করে বাস পরিষেবা চালু করেন এলাকার বিধায়ক দেবেশ মণ্ডল। প্রান্তিক এলাকার মানুষের এই বাস পরিষেবা খুব উপকারে এসেছিল। লেবুখালি এলাকায় জেটিতে গৌড়েশ্বর নদী পার করে দুলদুলি হয়ে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের শেষ সীমা সুন্দরবন লাগোয়া হেমনগর থেকে চলত বাসটি। এলাকার বাসিন্দারা প্রতিদিন বাসে চেপে জেলা সদর বারাসত কিংবা কলকাতা হয়ে দিনের দিন বাড়িতে ফিরতে পারতেন।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তরুণ মণ্ডল বলেন, ‘বাস চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছিল। এক বাসে কলকাতায় পৌঁছে যেতে পারতাম সুন্দরবন থেকে। কাজ মিটিয়ে রাতে বাড়ি ফিরতেও পারতাম। কিন্তু হঠাৎই খারাপ রাস্তার অজুহাতে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন হলো।’ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, ‘বাস বন্ধ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত বাস চালু হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *