Calcutta High Court Has Given Interim Stay Order On Illegal Constructions Demolition At Liluah Howrah


হাওড়ায় লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চ দ্রুত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্মাণ ভাঙার নির্দেশ দেন। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

কী জানা যাচ্ছে?

বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। আগামী এক সপ্তাহের জন্য বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ বলে জানাল আদালত। আদালত সূত্রে খবর, এদিন মূল অভিযোগকারী উপস্থিত না থাকায় পিছিয়ে যায় শুনানি। মূল অভিযোগকারী উপস্থিত না থাকলে চূড়ান্ত নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানায় ডিভিশন বেঞ্চ। সেই কারণে আপাতত নির্মাণ কার্য ভেঙে ফেলার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

আর কী জানাল আদালত?

নির্মাণকারী, আবাসিক তথা ফ্ল্যাটের মালিক সহ সব পক্ষের বক্তব্য শোনা উচিত। নতুন করে এলাকা পরিদর্শন করে নিজেদের অবস্থান ঠিক করা উচিত বালি পুরসভার বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
হাওড়া জেলার লিলুয়ায় রবীন্দ্র সরণীর ধীরেন্দ্র অ্যাপার্টমেন্ট-এর ২৯৫ স্কোয়ার মিটারের নির্মাণ নিয়েই তৈরি হয়েছে বিপত্তি। বেআইনি নির্মাণ নিয়ে মামলা গড়ায় আদালতে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছিল পুরসভা। এর আগে লিলুয়া থানার পুলিশকে নিয়ে বালি পুরসভার কর্মীরা নির্মাণ ভাঙতে যান। যদিও, তাঁদের কাছে আদালতের নির্দেশনামা না থাকায় ভাঙার কাজে বাধা দেন আবাসিকরা বলে অভিযোগ।

Vande Bharat: হাওড়া থেকে চলছে স্পেশাল বন্দে ভারত ট্রেন! কোন রুটে বিশেষ পরিষেবা দিচ্ছে রেল?
তবে, নির্মাণ ভাঙার ব্যাপারে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে মালিক কর্তৃপক্ষ। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করার পর প্রাথমিকভাবে নির্মাণ ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছিল। যদিও কিছুটা অংশের ভাঙার কাজ পরে শুরু হলেও আশেপাশের বাসিন্দারাও আপত্তি জানান। নিয়মমাফিক ভাঙা হচ্ছে না, যাতে পার্শ্ববর্তী বাড়িগুলোর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেন তাঁরা। তবে ডিভিশন বেঞ্চের পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আবাসন মালিক ও আবাসিকরা।
যদিও এই মামলার শুনানি চলাকালীন বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে কড়া নির্দেশ দিতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। মামলা চলাকালীন তাঁকে বলতে শোনা যায়, তাঁর নিজের বাড়িও হাওড়া এলাকায়। সেটিও যদি অবৈধভাবে নির্মাণ হয়, সেটিকেও ভেঙে ফেলা উচিত। অবৈধ নির্মাণ নিয়ে কোনওভাবে আপোস করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। ২৯ নভেম্বরের মধ্যে লিলুয়ার এই নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের উপর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *