Cancer Symptoms : দেশজ ভ্যাকসিনে সুরক্ষা মিলছে আধ ডজন ক্যান্সারে, সস্তার টিকা সার্ভাভ্যাক-এর সাফল্য প্রকাশিত – cervical cancer vaccine,which is developed with indigenous technology


অনির্বাণ ঘোষ
জরায়ুমখ ক্যান্সারের ভারতীয় টিকাটির সুরক্ষা কেবল মহিলাদের জরায়মুখ বা সার্ভিক্সেই সীমাবদ্ধ নয়। বন্দিত বিজ্ঞানপত্রিকা ‘ল্যান্সেট’-এ প্রকাশিত তথ্য বলছে, অর্ধেক দামে তার সুফল মিলছে প্রায় আধ ডজন ক্যান্সারের ক্ষেত্রে। এবং লিঙ্গের সীমাবদ্ধতা কাটিয়ে তার কার্যকারিতার প্রমাণ পাওয়া যাচ্ছে পুরুষদের নানা ক্যান্সারেও।

ঠিক ১৪ মাস আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, অচিরেই দেশবাসীর নাগালে চলে আসছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের এমন টিকা, যা একেবারে দেশজ প্রযুক্তিতে তৈরি। সিরাম ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি সেই টিকা চলতি বছর জানুয়ারিতেই বাজারজাত হয়েছে। ‘সার্ভাভ্যাক’ নামে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধী সেই টিকার দাম বহুজাতিক সংস্থার তৈরি সমপর্যায়ের বাজারচলতি টিকার চেয়ে ৫০ শতাংশ কম। আর এ বার জানা গেল, ওই টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে, মহিলাদের জরায়ুমখ ক্যান্সারের পাশাপাশি এই টিকাটি সুরক্ষা জোগাচ্ছে স্ত্রী-পুরুষ নির্বিশেষে পাঁচটি ক্যান্সার-সহ অন্যান্য কিছু ভাইরাল অসুখেও।

* ক্লিনিক্যাল ট্রায়াল

# মেয়েদের সঙ্গে ট্রায়ালে ছিল ছেলেরাও। কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই)-সহ দেশের মোট ১২টি বড় হাসপাতালে সব মিলিয়ে ২৩০৭ জনের উপর হয়েছে ট্রায়াল।

# ৯-১৪ বছর বয়সি ৭৩৮ জন মেয়ে ও ৩৬৯ জন ছেলেকে ৩০ দিনের ব্যবধানে দু’টি ডোজ় এবং ১৫-২৬ বছর বয়সি ৮১৯ জন তরুণী ও ৩৮১ জন তরুণকে প্রথমে ৩০ দিনের ব্যবধানে ও পরে ১৮০ দিনের ব্যবধানে- সব মিলিয়ে তিনটি ডোজ় দেওয়া হয় ভ্যাকসিনের।

# ২০১৮-র সেপ্টেম্বর থেকে ২০২১-র ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় চলেছে টিকাকরণ, তার পর হয়েছে ফল বিশ্লেষণ।

# তুলনামূলক ফল পেতে দু’টি বয়সেরই কিছু স্বেচ্ছাসেবককে দেওয়া হয় সিরাম ইনস্টিটিউটের ‘সার্ভাভ্যাক’ এবং বাকিদের দেওয়া হয় নেদারল্যান্ডসের বহুজাতিক সংস্থা মার্ক-এর তৈরি ‘গার্ডাসিল’ টিকা।

# দু’টিই কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। অর্থাৎ, একমাত্র যে সংক্রমণের কারণে সার্ভাইক্যাল ক্যান্সার হয়, সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর চারটি মূল ক্যান্সার সৃষ্টিকারী স্ট্রেনের বিরুদ্ধেই সুরক্ষা দেয় এই দু’টি টিকা।

# ট্রায়ালটি গবেষণাপত্রের আকারে দিন চারেক আগে প্রকাশিত হয়েছে ‘ল্যান্সেট অঙ্কোলজি’ জার্নালে।

* যা জানা গেল

# বিদেশি ও দামি গার্ডাসিলের তুলনায় কোনও অংশে কম সুরক্ষা দেয় না দেশি ও তুলনায় ঢের সস্তা সার্ভাভ্যাক টিকা।

# প্রত্যেক বয়সের ক্ষেত্রেই দেখা যায়, মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার ঠেকানোর জন্য শরীরে যে এইচপিভি-র অ্যান্টিবডি দরকার, প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রে তা পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে যথা সময়েই (গড়ে প্রথম ডোজ়ের ২২২ দিনের মাথায়)।

# এমনকী দেখা যাচ্ছে, একটি ডোজ়ের পরেই যে পরিমাণ এইচপিভি-কে শেষ করে দেওয়া অ্যান্টিবডি তৈরি হয়েছে লিঙ্গ নির্বিশেষে সব বয়সিদের ক্ষেত্রে, তা সংক্রমণ ঠেকাতে যথেষ্ট কার্যকর।

* উপরি পাওনা

# ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার বলছেন, ‘গার্ডাসিলের মতোই সার্ভাভ্যাকও সার্ভাইক্যাল ক্যান্সারের পাশাপাশি লিঙ্গ নির্বিশেষে বেশ কয়েকটি ক্যান্সার ও সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম। এতগুলো মারণ রোগ ঠেকানোর ক্ষমতা থাকায় এই টিকা অতুলনীয়।’

# ক্লিনিক্যাল ট্রায়ালের সহ-মুখ্য গবেষক, সিরাম ইনস্টিটিউটের সমীর পারেখ জানাচ্ছেন, এইচপিভি সংক্রমণের জেরে জন্মানো অন্যান্য স্কোয়ামাস সেল ক্যান্সার- যেমন পায়ু, পুরুষাঙ্গ, যোনি, ভালভা এবং মুখ-গলার ক্যান্সারকেও প্রতিরোধ করতে সক্ষম সার্ভাভ্যাক।

# মুখ-গলার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে শতকরা হার এখনও স্পষ্ট নয়। তবে বাকি ক্যান্সারগুলো ১০০ শতাংশ ঠেকানো সম্ভব। এমনকী, জেনিটাল ওয়ার্টস (যৌনাঙ্গে আঁচিল)-এর সংক্রমণও ষোলো আনা আটকাচ্ছে।

* তাৎপর্য যেখানে

# এত দিন কোয়াড্রিভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন হিসেবে এ দেশে পাওয়া যেত কেবল গার্ডাসিল, যার ডোজ় প্রতি দাম প্রায় ৩৯০০ টাকা। সেখানে গত জানুয়ারিতে বাজারজাত হওয়ার সময়ে সার্ভাভ্যাকের দাম ছিল ২০০০ টাকা, যা সরকারকে সরবরাহের ক্ষেত্রে ৪০০-৫০০ টাকা দাম ধার্য করার পরিকল্পনা করছে সিরাম ইনস্টিটিউট।

# সিএনসিআই-তে ট্রায়ালের মুখ্য গবেষক রণজিৎ মণ্ডল মনে করেন, ‘আমাদের দেশে আর্থসামাজিক কারণে স্বাস্থ্যকর পরিবেশে থাকার সুযোগ পান না অধিকাংশ মহিলা। আবার, অস্বাস্থ্যকর শৌচালয় এইচপিভি সংক্রমণের সবচেয়ে বড় আখড়া। তাই, সরকারি সরবরাহে সস্তার ভ্যাকসিন জরুরি, যে চাহিদা পূরণ করছে এই দেশি টিকা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *