Darjeeling Tax: দার্জিলিঙে এখনই নয় পর্যটক কর, পুরোটাই ‘পরিকল্পনা স্তরে’ জানাল পুরসভা – darjeeling municipality announce that they will rethink about the tourist tax


একদিনের মধ্যেই সিদ্ধান্তে ১৮০ ডিগ্রি বদল। সোমবারই শৈলশহরে পর্যটকদের উপর বাড়তি কর বসানোর কথা বলে পুরসভা। দার্জিলিঙকে জঞ্জাল তুলে পরিচ্ছন্ন রাখতে পর্যটক পিছু কর সংগ্রহের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দার্জিলিং পুরসভা। মঙ্গলবারেই সেই সিদ্ধান্ত এখন পরিকল্পনা স্তরে বলে জানালেন পুর কর্তারা।

জানা গিয়েছে, তড়িঘড়ি পর্যটক কর বসানোর কথা ঘোষণা করার পরই বিভিন্ন মহলের ক্ষোভের মুখে পড়ে পুরসভা। পর্যটন ব্যবসায়ী থেকে হোটেল মালিকেরা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই ক্ষোভের মুখে পড়েই পর্যটকদের কাছ থেকে কর সংগ্রহের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়ে পুরসভা জানায় পর্যটক কর আপাতত পরিকল্পনা স্তরে।

সোমবারই পাঁচ বছরের উর্ধ্বে প্রত্যেক পর্যটক পিছু ২০ টাকা কর সংগ্রহের সিদ্ধান্ত ঘোষণা করে পুরসভা। তবে মঙ্গলবার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে পুরসভা। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি জানান, ‘পর্যটকদের থেকে নতুন ট্যাক্স নেওয়ার এখনও চূড়ান্ত নয়। রিভিউ মিটিংয়ের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন।’

এদিকে এই কর ধার্য হলে সেক্ষেত্রে আন্দোলনে নামা হবে বলে জানান বিরোধীরা। পাশাপাশি এই কর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন হোটেল মালিক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই। হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, এই ভাবে কর সংগ্রহের সিদ্ধান্ত নয়। পুরসভাকে ১৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত কনজার্ভেন্সি ফি দেয় প্রত্যেক হোটেল। সেক্ষেত্রে পর্যটকদের থেকে কেন এই বাড়তি টাকা নেওয়া হবে তা স্পষ্ট নয় বলে দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীদের একাংশ। তাদের আশঙ্কা এতে দার্জিলিংয়ের পর্যটনের উপরেও বিরূপ প্রভাব পড়তে পারে।

Darjeeling Toy Train : রাতেও চলবে টয়ট্রেন! শীতের শুরুতে আহ্লাদে আটখানা দার্জিলিঙের পর্যটকরা
তবে এটি কর নয়, ফি বলেই দাবি দার্জিলিং পুরসভার। দার্জিলিঙের জঞ্জাল সাফাইয়ের জন্য পর্যটকদের থেকে ২০ টাকা করে কর সংগ্রহের জন্য একটি এজেন্সিকে টেন্ডারও দেওয়া হয়েছে বলে গতকাল জানানো হয়েছিল। আপাতত রিভিউ মিটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে পর্যটন মহল। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি জানিয়েছেন, এই কর নতুন কিছু নয়। এর আগেও পর্যটকদের থেকে এই কর নেওয়া হত। ২০১৫ সালের পর এই কর নেওয়া এতদিন বন্ধ ছিল। সেই কর ব্যবস্থাকেই পুনরায় চালুর ভাবনা পুরসভার। তাদের দাবি, যে কোনও পর্যটন কেন্দ্রে এই কর নেওয়া হয়ে থাকে। টাইগার হিলেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টাকা নেয় বনদফতর ও পুরসভা। লেপচাজগতেও ছবি তোলার জন্য দিতে হয় টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *