Kolkata Book Fair : কবে বইমেলা? থিম কান্ট্রি এবার কে? জানিয়ে দিলেন গিল্ড সভাপতি – kolkata book fair 2024 date and theme country announced by publishers and booksellers guild


ঢাকে কাঠি পড়ল বইমেলার! আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বইয়ের সমুদ্রে ডুব দেবে গোটা তিল্লোতমা। মঙ্গলবার বইমেলা ২০২৪-এর সূচি সহ যাবতীয় তথ্য জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বিশ্বের অন্যতম বৃহৎ বই মেলার আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেল এখন থেকেই।

কী জানাল গিল্ড?

প্রথমত, ২০২৪ সালের বইমেলায় থিম দেশ হল গ্রেট ব্রিটেন। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে বইমেলা ২০২৪ এর সূচি ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। ব্রিটেনের তো থাকছেই, পাশাপাশি, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশগুলিও তাঁদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন শীতের কলকাতায়।

এগোচ্ছে বইমেলা

আগেই জানা গিয়েছিল, আগামী বছরের বইমেলা কিছুটা এগিয়ে আনা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আগামী ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। ২০২৩ সালের ন্যায় এবারেও ১৪ দিন বইমেলা থাকছে। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই বইমেলা অনুষ্ঠিত করা হচ্ছে।

আগামী ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রায় ১২ বছর পর জার্মানি এই বইমেলায় অংশ নেবে বলে জানা গিয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বইমেলার স্টল সংখ্যাও বাড়তে পারে বলে জানিয়েছেন বুক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। বইমেলায় বই বিক্রির সংখ্যার কথা মাথায় রেখে স্টল বাড়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। অন্ততপক্ষে গত বছরের তুলনায় এবার ১০ শতাংশ স্টল সংখ্যা বাড়তে পারবে বলে জানানো হয়েছে।

Book Fair : নেট দুনিয়াতেও বেড়েছে বই বিক্রি
কলকাতা বইমেলা তিলোত্তমাবাসীর কাছে একটা আবেগ, অধ্যয়নের মিলন কেন্দ্র। ২০২৩ সালের বইমেলায় প্রায় ২৬ লাখ বইপ্রেমী মানুষ এই মেলায় হাজির হয়েছিলেন। প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি করা হয়েছিল গতবারের বইমেলায়। মেলার স্থান পরিবর্তন হলেও বই কেনার হিড়িক একটুকুও কমেনি, উল্টে বেড়েছে বলেই মনে করছেন উদ্যোক্তারা। কলকাতা ময়দানের বইমেলার জনপ্রিয়তা থাকলেও পরবর্তীকালে মিলন মেলা প্রাঙ্গণে এবং তারপর সেন্ট্রাল পার্কের ময়দানেও বইমেলার জনপ্রিয়তা সমান হারে বিরাজমান। আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা। তারপরেই বইপ্রেমী মানুষদের জন্য হাজির হচ্ছে কলকাতা বইমেলা ২০২৪।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *