Piya Chakraborty In Hospital: বিয়ের পরের দিনই অসুস্থ পিয়া! ভর্তি হাসপাতালে? – piya chakraborty wife of parambrata chattopadhyay admitted to hospital a day after marriage know the reason


২৭ নভেম্বের আইবুড়ো নাম খণ্ডে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী পিয়া চক্রবর্তী। অনেক রাখঢাক রেখে একান্ত ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে খাতায় কলমে সইবিয়ে সেরে নেন পরম-পিয়া। সন্ধেতে এক বন্ধুর বাড়িতে বসে ঘরোয়া আসর। কিন্তু ২৮ নভেম্বরই মিলল চিন্তার খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পিয়া চক্রবর্তী। বিয়ের আগের দিন রাতেই সোশ্যাল মিডিয়ার স্টেটাসে কেডনি স্টোনের অসহ্য যন্ত্রণার কথা লিখেছিলেন পিয়া। বিয়ের রাতে যন্ত্রণা বাড়াবাড়ি হতেই কি বাড়ির কাছের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হল পিয়াকে? আপাতত যা শোনা যাচ্ছে আজই অস্ত্রোপচারও হতে পারে তাঁর। দ্রুত সুস্থ হয়ে উঠুন পিয়া।

পিয়া অসুস্থ এই খবর সামনে আসতেই পরমভক্তদের মনে প্রশ্ন, এই কারণেই কী বিয়েটা সাদামাঠা ভাবেই সারলেন? পিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তবে পার্টি দেবেন পরমব্রত চট্টোপাধ্যায়?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *