টলিপাড়ায় একের পর এক বিয়ে। পরমব্রত-পিয়ার পর এবার চারহাত এক হতে চলেছে সৌরভ দাস ও দর্শনা বণিকের। বর ও কনে, দুজনেই বাংলা সিনে দুনিয়ার। সূত্রের খবর অনুযায়ী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের এই দুই অভিনেতা। কলকাতার একটি আলিশান হোটেলে বসবে বিবাহ বাসর।
Source link
