Suvendu Adhikari : শুভেন্দুর ডিসেম্বর-হুঁশিয়ারি, পালটা আক্রমণ জোড়াফুলের – suvendu adhikari warns birbhum trinamool leaders from bjp meeting


এই সময়: বছর ঘুরতে বাংলায় আবার তারিখ রাজনীতি! সরাসরি তারিখ উল্লেখ না-করলেও মাস উল্লেখ করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বীরভূমের তৃণমূলের নেতাদের কাছে আগামী ডিসেম্বর মাস ভয়াবহ হবে বলে সোমবার রামপুরহাটে বিজেপির জনসভা থেকে ঘোষণা করেন বিধানসভার বিরোধী দলনেতা। পাল্টা শুভেন্দুকে নিশানা করে কড়া আক্রমণ শানাতে দেরি করেননি তৃণমূল নেতৃত্বও।

২৯ নভেম্বর কলকাতায় ধর্মতলায় অমিত শাহের জনসভা উপলক্ষে বিজেপির ‘কলকাতা চলো’ কর্মসূচির প্রচারে গিয়ে এ দিন রামপুরহাটে শুভেন্দু বলেন, ‘ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূমের নেতাদের কাছে। পোস্ট পোল ভায়োলেন্স, পাথর চুরি আর মহম্মদবাজারের জিলেটিন! এই জিলেটিন উদ্ধারে কতজনের নাম পাওয়া গিয়েছে, জানেন? বলব? ডিসেম্বরে বলব।

এখন বললে ওদের নেত্রী বলবে, এ সব জানে। তাই আগে বলে দেয়, তারপরে তাদের ধরা হয়। তাই ডিসেম্বরে বলব।’ পাল্টা শুভেন্দুর উদ্দেশে তোপ দেগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে শুভেন্দুর। বিজেপি-ই ওকে চোর বলেছিল। গ্রেপ্তার হওয়ার ভয়ে বিজেপিতে গিয়েছে। সারদা ও নারদ কেলেঙ্কারিতে আগে ওকে গ্রেপ্তার করতে হবে।’ কুণালের সংযোজন, ‘শুভেন্দু আগেও এই সব কথা বলেছে। এই সব প্রলাপের কোনও গুরুত্বই নেই।’

রামপুরহাটের সভায় এ দিন শুভেন্দু বীরভূমে তৃণমূলের একাধিক নেতার নাম করে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, ‘নতুন একটা পাখি উড়ছে। তার নাম কাজল শেখ। তার সঙ্গে ভাগ্নে বাপি। আমাদের সব নজরে রয়েছে। সিউড়ি-২ তে একজন চুল লাল করে ঘুরে বেড়ায়। নাম নুরুল। পঞ্চায়েত ভোটে পাঁচটা অঞ্চলে মনোনয়ন জমা দিতে দেয়নি। এদের অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে।

ভদ্র হোন, না হলে বিপদ আসন্ন।’ শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে পড়েছেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দুর কথায়, ‘২০১৯ সালে রামপুরহাটে বিজেপি এগিয়ে ছিল। কিন্তু ২০২১-এ কী ভাবে ভোটে জিতেছিলেন জানি। ২০২৪ সালে এই আসন থেকে বিজেপি ৫০ হাজার ভোটের লিড নেবে। আশিস বন্দ্যোপাধ্যায়কে এটা বলে গেলাম।’ যদিও আশিসের সংক্ষিপ্ত মন্তব্য, ‘এই নিয়ে আমি কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করছি না।’

জেলার পুলিশ-প্রশাসনকেও এদিন একহাত নেন শুভেন্দু। তাঁর কথায়, ‘কেষ্ট মণ্ডল রামপুরহাটে ২০টা গাড়ির কনভয় নিয়ে আসত। সার্কিট হাউসের সামনে এসপি-ডিএম অপেক্ষা করত। সেই কেষ্ট এখন কোথায়? আইসি-কে দেখা যায় এখন? কয়েকবার দিল্লিতে ডেকে রগড়েছে। আমাদের কাছে সব খবর আছে। খুব সাবধান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *