Swarnadipto Arpita Wedding : নিজে দাঁড়িয়ে থেকে ছেলে-বৌমার বিয়ে দিলেন অপরাজিতা – aparajita adhya attended the wedding ceremony of swarnadipto ghosh and arpita mondal


লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর ছেলের বৌ স্বর্ণদীপ্ত-অর্পিতার বিবাহ হল। সেটেই বন্ধুত্ব, সেটেই প্রেম… আর সেখান থেকে বিয়ের পিঁড়ি। প্রেমের সাক্ষী থেকেছেন অপরাজিতা আঢ্য, এবার নিজে দাঁড়িয়ে থেকে বিয়েও দিলেন। তাঁদের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সতীর্থ, পরিবার এবং শুভাকাঙ্খীরা। শুভদিনের কিছু শুভ মুহূর্ত বন্দি থাকল আমাদের ক্যামেরায় শুধুমাত্র আপনাদের জন্য (Aparajita Adhya Viral)। বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন স্বর্ণদীপ্ত, অর্পিতা। সিরিয়ালের সেটেই মন দেওয়া নেওয়া। অল্প দিনের মধ্যেই প্রেম পরিণতি পেল সোজা ছাদনাতলায়। বিয়ের সাজে দারুণ লাগছিল নব দম্পতিকে। আর সেই অনুষ্ঠানে অপরাজিতা আঢ্য গিয়ে আরও জমজমাট করে দিলেন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *