গেরুয়া শিবিরের সঞ্চালকের ‘স্লিপ অব টাং’, শ্রদ্ধা ঘেঁটে ‘ঘ’ করে ‘শ্রাদ্ধ’ করে দিলেন তিনি। আর এই একটা শব্দের এদিক ওদিকে বদলে গেল আস্ত অর্থ। মঞ্চে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সভার সঞ্চালকের এই উচ্চারণ বিভ্রাটে মুচকি হাসছেন বিরোধীরা। মিটি মিটি হেসে তাঁদের দাবি, ‘এতো পুরো প্রেস্টিজে গ্যামাকসিন।’
এদিন নির্দিষ্ট সময় মতো কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। এরপর নির্ধারিত রুট দিয়ে তিনি হাজির হন সভাস্থলে। সেই সময় কার্যত গমগম করছিল সভাস্থল। মঞ্চে রয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, চন্দনা বাউরি আরও অনেকে।
এদিন নির্দিষ্ট সময় মতো কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। এরপর নির্ধারিত রুট দিয়ে তিনি হাজির হন সভাস্থলে। সেই সময় কার্যত গমগম করছিল সভাস্থল। মঞ্চে রয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, চন্দনা বাউরি আরও অনেকে।
দিলীপ ঘোষ বক্তব্য রাখছিলেন। সেই সময় উপস্থিত হন অমিত শাহ। এরপরেই বক্তব্যে ইতি টানেন এই সাংসদ। মঞ্চজুড়ে সেই সময় শাহের জন্য ‘স্বাগতম’ ধ্বনি। এরপরেই মঞ্চে এসে হাত নাড়েন তিনি। সামনে বহু মানুষ প্রতীক্ষায় বসে রয়েছেন অমিত শাহের কথা শুনবে বলে।
সেই সময় সঞ্চালক বলে ওঠেন, ‘এখন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজী শের আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা তাঁর মূর্তিকে শ্রাদ্ধ জ্ঞাপন করছেন মাননীয় গৃহমন্ত্রী মশাই…’। শ্রদ্ধা যে কখন ‘শ্রাদ্ধ’ হয়ে গেল তা কি বুঝতে পেরেছিলেন সঞ্চালক? মঞ্চের সামনে অনেকে তখন জিভ কাটছেন।