Amit Shah Rally In Kolkata On 29 November 2023


লোকসভা নির্বাচনের আগে যে ‘দুর্নীতি’ ইস্যুতে সুর চড়াতে চলেছে গেরুয়া শিবির, তা একপ্রকার নিশ্চিতই ছিল। বুধবার ধর্মতলায় মেঘলা আকাশের নীচে দাঁড়িয়ে BJP কোন কোন ইস্যুকে সামনে রেখে প্রচার করতে পারে তা দিনের আলোর মতো পরিষ্কার করে দেন অমিত শাহ। রাজনৈতিক মহলের একাংশের মতে, শাহ নিজের বক্তব্যের মধ্য দিয়ে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ করেছে তৃণমূলকে।

এদিন অমিত শাহ বলেন, ‘আমি গুজরাটের বাসিন্দা। কোথাও কোনও নেতার বাড়ি থেকে এত নোট উদ্ধার দেখিনি।’ অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়ি থেকে নোট উদ্ধারের ঘটনাকেই যে টেনেছেন শাহ, তা একপ্রকার দিনের আলোর মতো স্পষ্ট।

পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের নাম শোনা যায় অমিত শাহের কণ্ঠে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এই দুই নেতাকে সাসপেন্ড করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ। অর্থাৎ দুর্নীতির দায়ে যে সমস্ত তৃণমূল নেতা সংশোধনাগারে রয়েছেন তাঁদের অবিলম্বে সাসপেনশনের দাবি তুলে রাজ্য শাসক দলকে বেকায়দায় ফেলতে চেয়েছেন দুঁদে এই রাজনীতিবিদ।

অমিত শাহ এদিন বলেন, ‘বহু দুর্নীতি হয়েছে।’ অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান অমিত শাহ। তিনি CAA লাগু হবে, এমনটাও বলেন এদিনের মঞ্চ থেকে। পাশাপাশি তিনি ‘হিসাব’ নিয়ে এসেছেন বলেও দাবি করেন। নয় বছরে ছয় লাখ ৭০ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে বলেও দাবি করেন অমিত শাহ।

Shah Er Songe Somabesh: শাহি প্রণাম শুভেন্দু-সুকান্তর

তৃণমূল দিল্লিতে গিয়ে ‘বকেয়া আদায়ে’ আন্দোলন করেছিল। সেই প্রসঙ্গ টেনেই এদিন হিসাব খাতা খোলেন অমিত শাহ। বাংলার উন্নয়নের জন্য কেন্দ্র যে টাকা বরাদ্দ করেছে, তার বিস্তারিত খতিয়ান এদিন দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Suvendu Adhikari: ‘লোকসভায় মমতাকে সাসপেন্ড করুন’, ভাঙা গলাতেই হুংকার শুভেন্দুর
অমিত শাহের মন্তব্যে উঠে আসে করোনা ভ্যাকসিন থেকে শুরু করে চন্দ্রযান ৩-এর সাফল্য। এদিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা প্রসঙ্গে টেনে অমিত শাহ বলেন, ‘দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীকে বরখাস্ত করা হয়েছে। তিনি ওঁকে বার করতে পারেন। তবে জনতাকে চুপ করাতে পারবে না।

এদিন অমিত শাহ বলেন, ‘২০২৬ সালে যদি রাজ্যে বিজেপি সরকার চান সেক্ষেত্রে তার আধার হতে পারে লোকসভা।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, ‘কাটমানি নিয়ে গোটা বাংলার মানুষ অস্থির। যে বাংলায় সকাল সকাল রবীন্দ্র সংগীত শোনা যেত এখন সেখানে বোমার আওয়াজ পাওয়া যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *