Anupam Roy Marriage : নামে বিভ্রান্তি! পরমের বিয়ের পর সমবেদনা জুটছে অবিবাহিত অন্য অনুপমের কপালে – anupam hazra claims he is getting various sympathy message after anupam roy ex wife piya chakraborty marriage


সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল হয়েছিল। অনুপম রায়ের প্রাক্তনকে বিয়ে করার জন্য ট্রোল হতে হয়েছিল পরমব্রতকে।

এদিকে একই নামে ‘ভ্রান্তিবিলাস’ বাঙালির! পিয়ার বিয়ের খবর সামনে আসার পর থেকেই ভরে ভরে সমবেদনার মেসেজ পাচ্ছেন BJP নেতা অনুপম হাজরা। মেসেজের ঠ্যালায় জেরবার অবিবাহিত গেরুয়া শিবিরের এই নেতা। আর এই ‘অনুপম বিভ্রান্তি ‘ নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি।

অনুপম হাজরার সঙ্গে পিয়ার দূর দূরান্ত পর্যন্ত কোনও যোগাযোগ নেই। গান বা অভিনয় কোনও কিছুর সঙ্গেই যোগাযোগ নেই এই রাজনৈতিক নেতার। মিল শুধু অনুপমে। আর তাতেই সমবেদনার ঝাঁপি খুলে বলেছেন কিছু ‘কোমল হৃদয়’-এর মানুষের।

অনুপম রায়ের বদলে তাঁরা সহানুভূতি দেখিয়ে হোয়াটসঅ্যাপ করছেন অনুপম হাজরাকে। এরপরেই সোশ্যাল মিডিয়া অনুপম হাজরা একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আগামী দু’তিন দিন সোশ্যাল মিডিয়াতে অনুপমকে নিয়ে কেউ কোনও পোস্ট করল দয়া করে হাজরা না রায় তা উল্লেখ করবেন। কারণ গতকাল থেকে কারণে অকারণে সহানুভূতিমূলক মেসেজ পেয়ে চলেছি।’ শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন অনুপম হাজরা।

তিনি বলেন, ‘কাল থেকে আমার কাছে প্রচুর সহানুভূতির মেসেজ আসছিল। পরে জানা গেল যে অনুপম রায়কে যে সহানুভূতিটা দেওয়া হচ্ছিল তা আমাকে অর্থাৎ অনুপম হাজরাকে পাঠানো হচ্ছে। এমনকী, এই ১৫-২০ মিনিট আগেও মেসেজ ঢুকেছে। তাই সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন জানানো হয়েছে। সকলকে রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠাচ্ছেন।’

Anupam Roy: ফের বিয়ে করবেন? জবাবে যা জানিয়েছিলেন অনুপম
তাঁর আরও মন্তব্য, ‘আপনারা সমবেদনা জানাতে পারেন। কিন্তু, ঠিক মানুষটাকে জানান। আমার তো এখনও বিয়েই হল না! একজন অবিবাহিত মানুষকে এই ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। আমরা বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি। সেই জায়গায় এই ধরনের মেসেজ আমাকে বিব্রত করছে।’

Parambrata Piya Wedding: পরমব্রতচট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী যদি ভালোবাসায় থাকেন, ক্ষতি কী বলুন তো

অনুপম হাজরার মন্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকেই বলছেন, তিনি অতিনাটক করছেন। পুরো বিষয়টিকে রং চড়িয়ে প্রচার পাওয়ার চেষ্টা করেছেন। তাঁদের কথায়, ‘দুই অবিবাহিত প্রাপ্তবয়স্ক মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে কে তাঁর প্রাক্তন, তা কোনওভাবেই তাঁর পরিচয় হতে পারে না। যাঁরা এই নিয়ে হল্লা করছেন তাঁরা অপ্রাপ্তমনস্ক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *