Calcutta High Court : অভিযোগ গুরুতর! এসপি-র রিপোর্ট দেওয়ার নির্দেশ কোর্টের – calcutta high court directed sp of islampur police district to submit a detailed report of an incident


এই সময়: অভিযুক্ত স্বামীকে খুঁজে না পেয়ে গভীর রাতে তাঁর স্ত্রীকে কোনও মহিলা পুলিশ ছাড়াই তুলে নিয়ে গিয়ে তিনদিন আটকে রাখা এবং পরে তাঁর স্বামীকে গ্রেপ্তার করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। পরে হাসপাতাল থেকেও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান অভিযুক্ত। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে মনে করে কলকাতা হাইকোর্ট।

এই মামলায় মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, ইসলামপুর পুলিশ জেলার এসপিকে বিস্তারিত ঘটনা জানিয়ে রিপোর্ট দিতে হবে। বিচারপতির স্পষ্ট বক্তব্য, ঠিকঠাক তদন্তের রিপোর্ট আশা করে আদালত। ৭ ডিসেম্বর পরবর্তী শুনানি। গত ২৮ অক্টোবর থেকে পরের তিনদিন ইসলামপুর থানার সিসিটিভি ফুটেজ পুলিশকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানিতে মামলার কেস ডায়েরি জমা দিতেও বলা হয়েছে।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে ২৭ অক্টোবর রাতে একটি বাড়ির কালী মন্দির থেকে সোনার অলঙ্কার চুরি হয়। সেই মন্দিরটি স্থানীয় এক কাউন্সিলারের পরিবারের। সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজনের বাড়ি গিয়ে অভিযুক্তকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে আসে পুলিশ। পরিবারের আইনজীবী সৌরভ মণ্ডল ও নাসের চৌধুরীর অভিযোগ, কোনও মহিলা পুলিশ ছিল না। অভিযুক্তের স্ত্রীকে তিনদিন থানায় আটকে রেখে মারধর করা হয়। মহিলাকে ছাড়াতে তাঁর স্বামী থানায় গেলে তাঁকে বেধড়ক মারধর করে পুলিশ গ্রেপ্তার করে। গুরুতর জখম স্বামীকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ নভেম্বরের পর থেকে তাঁর খোঁজ মেলেনি। এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন হয় হাইকোর্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *