SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রীও পেয়েছেন জামিন।
SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃতীয় আধিকারিক ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গত বছর ১৫ সেপ্টেম্বর টানা ছয় ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ ছিল, অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র বানিয়ে দিতেন তিনিই।
SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃতীয় আধিকারিক ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গত বছর ১৫ সেপ্টেম্বর টানা ছয় ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ ছিল, অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র বানিয়ে দিতেন তিনিই।
এদিন শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। শর্ত হিসেবে আদালতের তরফে বলা হয়েছে, জামিন পেলেও তদন্ত সংস্থাকে প্রয়োজন মতো তদন্তে সহযোগিতা করতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তাঁকে কলকাতা পুরসভা এলাকার মধ্যেই থাকতে হবে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না, কারণ ওই অঞ্চলগুলিতে মধ্যশিক্ষা পর্ষদের অফিস রয়েছে। তাঁর পাসপোর্ট থাকলে তা অবিলম্বে নিম্ন আদালতে জমা করতে হবে। ১৪ মাস পরে কল্যাণময়ের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
এক সময়ের দাপুটে প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময়ের শরীর গত একবছরে অনেক ভেঙেছে। বয়সও সত্তরের কোটায়। এছাড়া তাঁর কাছে থাকা সমস্ত নথি সহ তাঁর সমস্ত সম্পত্তিও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…