Kolkata Weather Forecast Today Rain 29 November City May Witness Rainfall


আমেজ আছে, কিন্তু জমাটি শীত নেই। আর ‘নষ্টের গোড়া’ সেই ঘূর্ণিঝড়। আগামী পাঁচ থেকে সাতদিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রাও বাড়বে। আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

কে ‘চুরি’ করে নিয়ে গেল বাংলার শীত?
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে হতে চলেছে। ডিসেম্বরের শুরুতেই তাণ্ডব শুরু করতে পারে এই সাইক্লোন, যার নাম মিগজাউম। আর নতুন এই সিস্টেমের জন্যই বাংলায় অবাধে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। কমছে না তাপমাত্রার পারদও। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়।

ধর্মতলায় অমিত শাহের সভা, কেমন থাকবে দিনভর কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। বেলার দিকে সামান্য বাড়বে তাপমাত্রা।

এদিকে এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার রয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আকাশ বুধবার দিনভর থাকবে আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শীতের আমেজ কমবে অনেকটাই। কলকাতার তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পশ্চিমের জেলাগুলিতেও আপাতত শীতের আমেজের সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে দিনভর আবহাওয়া?


কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম। আপাতত মেঘমুক্ত থাকবে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকএন্ডে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই রকম থাকবে আবহাওয়া।

একনজরে দেশের আবহাওয়া


আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে হালকা ঝড়ও। নভেম্বরের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *