Suvendu Adhikari: ‘লোকসভায় মমতাকে সাসপেন্ড করুন’, ভাঙা গলাতেই হুংকার শুভেন্দুর – suvendu adhikari attacks mamata banerjee over his suspension from assembly


BJPর মেগা সমাবেশ অথচ গলা দিয়ে আওয়াজ বেরচ্ছে না শুভেন্দু অধিকারীর। এমনই পরিস্থিতি তৈরি হল ধর্মতলায় গেরুয়া শিবিরের মেগা সম্মেলনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠলে দেখা যায় ভাষণে তেজ থাকলেও গলায় অনুপস্থিত সেই তেজ। শাহের সভায় ভাঙা গলাতেই হুঙ্কার BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর।

বিধানসভার অধিবেশন বা যে কোনও মিটিং মিছিল রাজ্য স্তরে অন্যতম প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। গলার ঝাঁজে উজ্জীবিত হন তৃণমূল স্তরের কর্মীরাও। রাজ্য BJPর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তিনি। BJPর এমন মেগা সভার দিনে সেই নেতারই গলা দিয়েছে জবাব। কষ্ট করে হলেও অমিত শাহজীর উপস্থিতিতে কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। ভাঙা গলাতেই সুর চড়িয়ে বলেন, ‘লোকসভায় মমতাকে সাসপেন্ড করবেন তো?’ মঙ্গলবারই অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হয়েছেন তিনি। সেই ইস্যু টেনেই শুভেন্দু অধিকারীর আক্রমণ।

Suvendu Adhikari Suspended: অধ্যক্ষকে অসম্মান, বিধানসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড শুভেন্দু
এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ বলে অভিহিত করেন। শুধু তাই নন, বিরোধী দলনেতা বলেন, ‘চোরেদের রাণীকে সমূলে উৎপাটন করতে এসেছেন অমিত শাহ। বারবার বাধা দেওয়া সত্ত্বেও কোর্ট থেকে অনুমতি নিয়ে এই সভা করছি আমরা। তাতেও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানকে আটকাতে পারেনি। শুধু এখানে নয়, রেড কোড, শহিদ মিনারে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছেন। আপনারা আজ প্রমাণ করলেন BJP পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *