হুলা হুপে দুরন্ত সুহানা, তাল মেলাতে পারলেন খুশি? তাঁদের জীবনের প্রথম ছবি দি আর্চিস। না বড় পর্দায় নয়, Netflix-এ মুক্তি পেতে চলেছে জোয়া আখতারের এই ছবি। একসঙ্গে বলিউডে পা রাখবেন অগস্ত্য এবং সুহানা, সঙ্গী খুশি কপুর। জোর কদমে চলছে The Archies-এর প্রমোশন। তেমনই একটি প্রমোশনে হুলা হুপে দুরন্ত কেরামতি দেখালেন সুহানা। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শ্রীদেবীকন্যা খুশি কপুর। কেমন হল তাঁদের ফেসঅফ? দেখে নিন। ‘দ্য আর্চিস’-এর মজাদার ট্রেলার ঘিরে উপচে পড়েছে ভক্তদের ইতিবাচক মন্তব্য। আর সবথেকে বড় কথা হল, মেয়ের ডেবিউ ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত খোদ বলিউড বাদশাও। ছবির গোটা টিমের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি নোট শেয়ার করেছেন তিনি।