Toto rickshaw : প্রশাসনের বজ্র আঁটুনিতে তমলুক জুড়ে বনধের ডাক টোটো চালকদের, নাজেহাল যাত্রীরা – toto rickshaw driver called strike at tamluk purba medinipur


গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ রাখার ব্যাপারে পদক্ষেপ করেছে প্রশাসন। এ ব্যাপারে কড়া নির্দেশিকা রয়েছে পরিবহণ দফতরের। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পালটা ধর্মঘটের রাস্তায় হাঁটছে টোটো ইউনিয়নগুলো। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে বুধবার নয় ঘণ্টা ব্যাপী টোটো বনধের ডাক দেওয়া হয়েছে। টোটো বনধের জেরে নাজেহাল যাত্রীরা।

কী জানা যাচ্ছে?

বুধবার সকাল ছয়টা থেকে বিকেল ৩টে পর্যন্ত তমলুক শহরে টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চালকরা। তবে শুধু তমলুক শহরেই নয়, আগামী দিনে জেলা জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রশাসনের বজ্র আঁটুনির কারণেই বেঁকে বসেছে টোটো চালকরা। বুধবার টোটো বন্ধ রাখার ব্যাপারে শহর জুড়ে মঙ্গলবার প্রচারও চালানো হচ্ছে।

টোটো চালকদের আপত্তি কোথায়?

টোটো চালকরা জানাচ্ছেন, প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যে তাঁরা জাতীয় সড়কগুলিতে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তবে রাজ্য সড়কগুলিতে টোটো চালানোর ব্যাপারে সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া জানিয়েছেন, পুলিশ এবং আদালতের নির্দেশ মানতে আমাদের কোনও বাধা নেই। তবে মানবিকতার খাতিরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। প্রচুর মানুষ টোটো গাড়ির উপর নির্ভর করে স্কুল, কলেজ, অফিস, হাসপাতালে যাওয়ার ভরসায় থাকেন। রাজ্য সড়কেও আমাদের উঠতে দেওয়া না হলে হাজার হাজার টোটো চালক সংকটের মুখে পড়বেন।

টোটো রুটে ঢুকছে অটো, অবরোধ-বিক্ষোভ চালকদের
সরকারি বিজ্ঞপ্তি

গত সেপ্টেম্বর মাসেই রাজ্যের পরিবহণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানেই জাতীয় বা রাজ্য সড়কে অটো রিক্সা বা টোটো চালানোর ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা প্রতিটি জেলাশাসক এবং জেলা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ নিয়ে প্রচার চালানো হয় পুলিশ প্রশাসনের তরফে। জেলাশাসকদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল পরিবহণ দফতরের এই বিজ্ঞপ্তি হাতে পাওয়া মাত্রই তা কার্যকর করা শুরু করে দিতে হবে। এই নির্দেশিকা কার্যকর করার ব্যাপারে পুরনিগম, পুরসভা, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সাহায্য নিতে হবে। এমনকি, সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতেই যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বার্তা তুলে ধরতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *