West Bengal News : সরকারি গাড়ি চেপে বিয়েবাড়ি গেল বরযাত্রীরা, শোরগোল রায়গঞ্জে – west bengal government car allegedly used in marriage ceremony at raiganj uttar dinajpur


গাড়ির সামনে সরকারি প্লেট লাগানো। সামনে পিছনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার মারা। তবে সেগুলি কোনও সরকারি আধিকারিক ব্যাবহার করছেন না। বিয়েবাড়ির বরযাত্রীর শোভাযাত্রায় ব্যাবহার করা হচ্ছে গাড়ি গুলি। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহৃত হচ্ছে বিয়ে বাড়িতে। তাও একটা না একাধিক। এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। যাকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। উল্লেখ্য, অগ্রহায়ন মাস পরতেই শুরু হয়েছে বিয়ের মরশুম। আর এই আবহেই মঙ্গলবার রাতে এক ব্যতিক্রমী চিত্র ধরা পরল রায়গঞ্জ শহরে।

সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হল বিয়ে বাড়িতে। একটা নয় একাধিক গাড়ি যেখানে ‘গভর্নমেন্ট অফ ওয়েষ্ট বেঙ্গল’ লেখা স্টিকার রয়েছে সেই সব গাড়িতে চেপে বিয়ে বাড়ি চললেন সাধারণ মানুষ। যাকে ঘিরে আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। সরকারি গাড়ি কী করে সাধারণ মানুষের বিয়েতে ব্যবহার করা হচ্ছে তা নিয়েই উঠেছে প্রশ্ন। গাড়ির চালকও স্বীকার করেছেন যে এই গাড়ি বিয়ে বাড়িতে ব্যবহৃত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অন্তর্গত মিশন মোড় এলাকার মহেশপুর গ্রামের বাসিন্দা গণেশ সরকারের ছেলে সুমন সরকারের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। সেখানেই ওই সরকারি গাড়ি গুলিতে এসেছিলেন বরযাত্রীরা। সরকারি গাড়ি কী করে বরযাত্রীদের নিয়ে আসা যাওয়ার কাজে ব্যবহৃত হয়? তা নিয়েও উঠছে প্রশ্ন।

Government Officer : সরকারি স্টিকার লাগানো গাড়ি নিয়ে রং মিস্ত্রির তোলাবাজি! হুলুস্থুল হুগলিতে
একটি গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু বলতে পারব না। মালিকরা সব জানে। মালিকের নাম আব্দুল সালাম। তার বাড়ি রায়গঞ্জে।’ যদিও এই ঘটনায় রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ‘এটি কাম্য নয়। সব কটি গাড়ির নম্বর খতিয়ে দেখে তদন্ত করা হবে।’ প্রসঙ্গত, সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ উঠে এসেছে এর আগেও। দুদিন আগেই হুগলি জেলায় সরকারি স্টিকার লাগানো গাড়িতে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়েন তিনজন। স্থানীয় কিছু লোক সরকারি গাড়ি ব্যবহার করে এই অপকর্ম করছিল বলে অভিযোগ করা হয়। তিনজনকে গ্রেফতার করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *