জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিল (Brazil) ও আল হিলালের (Al Hilal) পোস্টার বয় নেইমার দ্য় জুনিয়র (Neymar)। লাইমলাইটেই থাকেন তিনি। তবে তাঁর স্বভাব আর কিছুতেই বদলাল না। একটি সম্পর্কে থেকেও, একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা তাঁর বরাবরের। আর এই ‘বহুগামীতা’ ও একাধিক নারীর কামনায় বিপাকে পড়েন নেইমার। এবার অনলিফ্যানস মডেল অ্যালাইন ফারিয়াসকে (Aline Farias) রসালো টেক্সট করে ফেঁসে গেলেন নেইমার। নেইমার-অ্যালাইনের টেক্সট চালাচালি সামনে আসতেই, ভেঙে গেল নেইমারের সুখের সংসার। বিচ্ছেদ হয়ে গেল তাঁর দীর্ঘদিনের পার্টনার ও সন্তানের মা ব্রুনা বায়ানকার্ডির (Bruna Biancardi)।
আরও পড়ুন: Andre Russell: ‘বিরাট-রোহিতকে বিশ্বকাপে…’! নক্ষত্র নাইটের বার্তা বিসিসিআই-কে
‘অনলি ফ্যানস’ হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। সেই মঞ্চেই লাস্য়ের আগুনে কামের লাভাস্রোত বইয়ে দেন অ্যালাইন। সেই মডেলের কাছে ‘ন্যুডস’ চেয়েছিলেন নেইমার। মানে নেইমার মডেলের থেকে নগ্ন ছবি দেখতে চেয়েছিলেন। দীর্ঘ ১৩ বছর পর ফের বাবা হয়েছেন নেইমার। এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তাঁর ছেলের নাম ডেভি লুকা। নেইমার ও তাঁর প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা। ২০২১ সালে প্রথমবার ডেট করেন ব্রুনা ও নেইমার। পরে ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরই বিচ্ছেদ হয়ে যায়। ২০২৩ সালে তাঁরা ফের সম্পর্কে জড়ান। তাঁরা হন বাবা-মাও। আবার ব্রেক-আপ হয়ে গেল নেইমার-ব্রুনার।
ব্রুনা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা ব্য়ক্তিগত ব্য়াপার। তবে প্রতিদিনের খবর, অনুমান এবং জোকস আমার কাছেও আসে। আমি আপনাদের জানাতে চাই যে, আমি কোনও সম্পর্কে নেই। আমরা শুধুই ম্যাভির বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের বন্ডিং। আশা করি এভাবেই ঘনঘন কোনও সংবাদে জড়িয়ে যাওয়া থেকে বিরত থাকা যাবে। ধন্য়বাদ।’ যদিও নেইমার জানিয়েছেন যে, তাঁকে তারিখ দেখানো হোক চ্য়াটের। এই ঘটনা বছরখানেক আগের।
আরও পড়ুন: Rahul Dravid: দ্রাবিড়ই দায়িত্বে… ‘এটা ঠিক নয়’! ঠোঁটকাটা গম্ভীর একেবারে চালিয়েই খেললেন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)