স্বামীর রহস্যমৃত্যু, স্ত্রীর চুল কাটল জনতা – neighbours allegedly cut off the hair of wife on the charge of planning the murder of her husband


এই সময়, বসিরহাট: স্বামীর অস্বাভাবিক মৃত্যুর জেরে স্ত্রীর মাথার চুল কেটে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। বুধবার সকালে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বসিরহাট থানার গোয়ালপোতায়। মৃত পরিতোষ অধিকারী (৫০) পেশায় ভ্যানচালক। মৃতের ভাইপোর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন পরিতোষের স্ত্রী। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলত। মঙ্গলবার রাতেও স্থানীয় বাসিন্দারা স্বামী-স্ত্রী ঝগড়ার শব্দ শুনতে পান। বুধবার সকালে প্রতিবেশীরা দেখতে পান ঘরের মধ্যে পড়ে রয়েছে পরিতোষের মৃতদেহ। চারপাশে ছড়িয়ে রক্ত। এর পরই স্বামীকে পরিকল্পনা করে খুনের অভিযোগে উত্তেজিত প্রতিবেশীরা মৃতের স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে পুলিশের হাতে তুলে দেয়।

মৃতের প্রতিবেশী ভাস্কর বন্দোপাধ্যায় বলেন, ‘পরিতোষের স্ত্রী দীর্ঘদিন ধরে ওই পড়শির সঙ্গে সম্পর্কে জড়িত। বুধবার সকালে দেখতে পাই দেহটি ঘরের শোয়ানো রয়েছে। ঘরের মধ্যে রক্ত। পরিবারের লোক বলছে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা কেউ ওকে ঝুলন্ত অবস্থায় দেখিনি।’

বসিরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্বামীকে খুনের অভিযোগ অস্বীকার করে রীতা অধিকারী বলেন, ‘পাড়ার লোক ভুল বুঝে আমাকে মারধর করে আমার মাথার চুল কেটে দিয়েছে। রাতে আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না। সকালে গিয়ে দেখছি ঘরের মধ্যে স্বামী গামছার ফাঁসে ঝুলছে। কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *