Durgapur Station : প্রতারণার অভিযোগ, চটি খুলে মার স্টেশনে – durgapur station a woman was seen beating a man by untying her feet for cheating


এই সময়, দুর্গাপুর: বুধবার ঘড়িতে তখন সকাল সাতটা। দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এক মহিলাকে পায়ের চটি খুলে এক ব্যক্তিকে মারতে দেখা গেলে হতবাক হয়ে যান নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জিআরপি ও রেল পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নামে ওই ব্যক্তি মহিলার কাছ থেকে দু’লাখ টাকা নিয়েছিলেন। চাকরি তো হয়ইনি, উল্টে তিনি টাকাও ফেরত দিচ্ছেন না বলে মহিলার অভিযোগ। মহিলা বহুদিন ধরেই ওই ব্যক্তির খোঁজ করছিলেন। এদিন দুর্গাপুর স্টেশনে তাঁকে দেখতে পেয়ে চড়াও হন।

জানা গিয়েছে মহিলার নাম আল্পনা সেন। তাঁর বাড়ি রানিগঞ্জে। তিনি বলেন, ‘সরকারি চাকরি পাইয়ে দেবে বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে অবনী ঘোষ নামে ওই ব্যক্তি। আমার কাছ থেকে দু’লাখ টাকা নিয়েছিল। চাকরি তো দূর, টাকাও ফেরত দেয়নি। ফোন করলেও ধরত না। আজ দুর্গাপুর স্টেশনে দেখতে পাই। টাকা ফেরত চাইতেই অস্বীকার করে।’ যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন অবনী। তিনি বলেন, ‘টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা মিটিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *