E Shram Card : ই-শ্রম কার্ডের নামে প্রতারণা, গ্রেফতার ১০ – bankura police arrested 10 people on the charge of cheating them in the name of creating e shram card of the central government


এই সময়, বাঁকুড়া: কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করল বাঁকুড়ার ছাতনা থানার পুলিশ। ধৃতরা এই রাজ্যেরই বিভিন্ন জেলার বাসিন্দা। বুধবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বাঁকুড়ার ডিএসপি (ডিঅ্যান্ডটি) সুপ্রকাশ দাস বলেন, ‘স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাতনার ঝাঁটিপাহাড়ি রেল স্টেশনের কাছে ক্যাম্প করে বসেছিলেন ওই ১০ জন। রেলের একটি শ্রমিক ইউনিয়নের পরিচয় দিয়ে ই-শ্রম কার্ড তৈরি করে দেওয়ার নামে শ্রমিক সমেত বিভিন্ন জনের কাছ থেকে ভোটার, আধারকার্ড, ব্লাড গ্রুপ সমেত বিভিন্ন নথি ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করছিলেন তাঁরা। শতাধিক মানুষ তা দিয়েওছিলেন। পরে মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার ওই ১০ জনকে ঘিরে ধরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাঁরা। কিন্তু তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি।

এর পর ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ১০ জনকে আটক করে ছাতনা থানায় নিয়ে আনা হয়। করা হয় জিজ্ঞাসাবাদ। তবে ওই কাজের জন্য পুলিশের কাছে উপযুক্ত কোনও প্রমাণ দেখাতে পারেননি তাঁরা। এর পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ দায়ের করলে ওই ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার মামলা রুজু হয় ধৃতদের বিরুদ্ধে। স্থানীয় এক বাসিন্দা জগদীশ খাঁ বলেন, ‘ই-শ্রম কার্ড বানিয়ে দেওয়ার কথা বলেই মানুষের কাছ থেকে বিভিন্ন নথি ও ফিঙ্গার প্রিন্ট নিচ্ছিল ওঁরা। সন্দেহ হতে জেরা করি। কিন্তু ওঁরা কোনও সদুত্তর না দেওয়ায় প্রশাসনের দ্বারস্থ হই আমরা। চাইছি গোটা ঘটনার উপযুক্ত তদন্ত হোক।’ পুলিশ জানিয়েছে, ধৃতদের ওই ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে দু’টি ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্র সমেত নানা নথি। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *