জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ফের বাবা-মা হলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। এদিন সকালেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী, সেখান থেকেই বাড়ছিল অপেক্ষার প্রহর। অবশেষে দুপুরবেলা এল সুখবর। দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী। পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন রাজ নিজেই।
আরও পড়ুন- Sayani Datta Marriage: বিয়ের পিঁড়িতে সায়নী! অভিনেত্রীকে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর…
চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছিলেন তারকা দম্পতি। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নায়িকা। তারকা দম্পতি ছেলে ইউভানের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান যে দাদা হিসাবে ইউভানের প্রমোশন হতে চলেছে। এরপরেই জানা যায় ডিসেম্বরে পরিবারে আসছে নতুন সদস্য। তবে নভেম্বরের শেষদিনেই এল সুখবর। বৃহস্পতিবার দুপুরে নতুন সদস্যকে স্বাগত জানালেন তারকা দম্পতি।
Our home has been blessed with a sweet little bundle of Love. We’re extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.
— Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)