কারচুপি রুখবে ‘ওয়েয়িং স্কেল’
রেশন দোকানের মালিকদের ওজনের কারচুপি রুখতে ‘ওয়েয়িং স্কেল’ বিশেষ যন্ত্র বসানো হচ্ছে। ডিসেম্বর মাস থেকে সব রেশন দোকানে ওজনে কারচুপি করার এই যন্ত্র সক্রিয় করে দেওয়া হবে। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ২০ হাজার রেশন দোকানের মধ্যে ১৮ দোকানে এই যন্ত্র বসানো হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বাকি দোকানগুলিতে মেশিন বসানোর কাজ শেষ হয়ে যাবে। তারপর ‘ওয়েয়িং স্কেল’ মেশিনগুলিকে সক্রিয় করে দেওয়া হবে।
চলতি বছর আধার কার্ড নম্বর মিলিয়ে নেওয়ার পাশাপাশি গ্রাহকের হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ্য দফতর। কিন্তু তারপরও সমস্যার মুখোমুখি হতে হয় খাদ্য দফতরের কর্মীদের। হাতের আঙুলের ছাপ মেলাতে না পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস্যা হচ্ছিল। তারপর চোখের রেটিনার পরিচিতি মিলিয়ে দেখার জন্য আইরিশ স্ক্যানার পদ্ধতি চালু করা হয় রেশন দোকানগুলিতে।
আগামী বছরের শুরুতে রেটিনা স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পাশাপাশি পুরোদমে ‘ওয়েয়িং স্কেল’ মেশিনের ব্যবহার শুরু করে দিতে চাইছে খাদ্য দফতর। আগেই ‘ওয়েয়িং স্কেল’ মেশিন ব্যবহারের কথা খাদ্য দফতরের তরফে জানানো হয়েছিল। পুজোর আগে থেকে শুরু হয় কাজ। গ্রাহক পিছু বরাদ্দ ও গ্রাহক কত রেশন পাচ্ছেন, তা মিলিয়ে দেখার জন্যই এই কাজ শুরু করা হয়। আগামী দিনে এই মেশিন ব্যবহারের ফলে গ্রাহকরা বঞ্চিত হবে না বলেই মনে করছে খাদ্য দফতর।
কী বলছেন গ্রাহকরা?
খাদ্য দফতরের এই সিদ্ধান্ত খুশি গ্রাহকরা। কল্লোল মজুমদার নামে এক গ্রাহক বলেন, ‘রেশন ডিলারদের মধ্যে অনেকেই অসাধু। তাঁরা গ্রাহকদের সব সময় প্রাপ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করে। বরাদ্দের তুলনায় কম জিনিস দেয়। ‘ওয়েয়িং স্কেল’ মেশিনের ব্যবহার চালু হলে আমার বিশ্বাস গ্রাহকরা এতে লাভবান হবে। তবে মেশিনগুলি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাধুবাদ জানানোর যোগ্য।’