ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র বায়োপিকে ভিকি কৌশল। ১ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। টক্করে আবার রণবীর কপুর রশ্মিকা মন্দানার Animal। যদিও মনে করা হচ্ছে যেহেতু দুটো সিনেমার দর্শক একেবারে আলাদা তাই এই দুটি সিনেমাইবক্স অফিসে ভাল ফলাফল করবে (Sam Bahadur Special Screening)। বুধবার স্যাম বাহাদুর ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রিত ছিলেন বলিউড হুজ হু-রা (Rekha Saree Look)। রাখি আর গুলজারের মেয়ে মেঘনার আমন্ত্রণে এলেন এভারগ্রিন বলি অভিনেত্রী রেখা। কালো আর গোল্ডেন কম্বিনেশনের ক্লাসিক কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে হেভি জুয়েলারি, সিগনেচার রেখা স্টাইলেই এলেন তিনি। আর ওই যে বলে না, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। Watch The Entertainment Video.