TMC Dharna: জাতীয় সংগীতের অবমাননা! ১২ বিজেপি বিধায়কের নামে থানায় দায়ের অভিযোগ – fir lodged against 12 bjp mla for defamation of national song


বিজেপির বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু। বুধবার পরিষদীয় মন্ত্রী শোভনদেবের নেতৃত্বে স্পিকারের কাছে অভিযোগ করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে পাঠান। বিধানসভা চত্বরে জাতীয় সংগীতের অবমাননার জন্য হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১২ বিধায়কের বিরুদ্ধে থানায় দায়ের এফআইআর করা হল।

বুধবার বিধানসভা চত্বরে তৃণমূল কংগ্রেসের ধরনা চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুমতি নিয়ে বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনা দিচ্ছিলেন তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় বিধানসভায় আসেন বিজেপি বিধায়কেরা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দিতে দিতে বিধানসভায় ঢুকছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর, চোর করে স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেসময় পালটা স্লোগানিং করে তৃণমূল বিধায়কেরাও। কিন্তু, ধরনার সময় ফুরিয়ে আসায় জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, জাতীয় সংগীত চলাকালীন বিজেপি বিধায়কেরা যে আচরণ করেন তা জাতীয় সংগীতের পক্ষে অবমাননাকর। এরপরই এদিন ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায় ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হেয়ার স্ট্রিট থানা এলাকায় পড়ে বিধানসভা, তাই সেখানেই অভিযোগ দায়ের করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এফআইআর রুজুর আগে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। বিজেপি বিধায়কেরা দাবি করেন, তাঁরা জাতীয় সংগীত শুনতে পাননি।

Suvendu Adhikari Suspended: অধ্যক্ষকে অসম্মান, বিধানসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড শুভেন্দু

এই এফআইআর নিয়ে পালটা তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভুল অভিযোগ করা হয়েছে। এই অভিযোগপত্র এমন কয়েকজনের নাম আছে যারা কাল বিধানসভায় আসেননি। যেমন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম আছে এফআইআর-এ কিন্তু তিনি কাল আসেননি বলেই দাবি শুভেন্দু অধিকারীর। বিজেপি থেকে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছে এমন বিধায়কেরও নাম আছে বলে দাবি। এছাড়া নামেও রয়েছে ভুল। এফআইআর-এ বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নাম হয়ে গিয়েছে চন্দ্রাণী বাউরি বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর জবাব, যা জবাব দেওয়ার আদালতে বলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *