ভিকি কৌশলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি Sam Bahadur। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র ভূমিকায় ভিকি। ১৯৭১-এর মুক্তি যুদ্ধর নায়ক ছিলেন তিনি। উরি দ্য সার্জিকাল স্ট্রাইক ভিকিকে স্টারডম দিয়েছিল। ভিকির জীবনের এমন স্পেশাল দিনে পাশে অর্ধাঙ্গিনী থাকবেন না? তা আবার হয় নাকি! ভিকির এই বিশেষ দিনে উপস্থিত থাকলেন বিদ্যা বালন, সিদ্ধার্থ রয় কপুর ও করণ জোহরও। এলেন সানি কৌশলের গার্লফ্রেন্ড অভিনেত্রী শর্বরী ওয়াগ।সব মিলিয়ে জমজমাট স্পেশাল স্ক্রিনিং