ইন্টারন্যাশনাল অর্গানাইজ়েশন অফ সায়েন্টিফিক রির্সাচে প্রকাশিত একটি গবেষণাপত্রে সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতা আর হাওড়া একসময়ে ধসে পড়তে পারে ২ শহর। বিপদের মুখে দুই যমজ শহর। জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। কলকাতা লাগোয়া তটভূমিতে নোনা জল ঢোকার প্রবণতা বেড়েছে। এতে হুগলি নদীর জলস্তর বাড়ছে। সাগরের জোয়ারের তোড়ও বাড়ছে। ঘন ঘন সাইক্লোন হচ্ছে।
Source link