Viral Video, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকায় যেতে চান না শাহরুখ খান(Shah Rukh Khan), এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা। কিন্তু কেন? অভিনেতা বলেন যে আমেরিকায় পরপর দু’বার তাঁকে জেরার মুখে পড়তে হয়েছে। ঘন্টার পর ঘন্টা তাঁকে আটকে রেখে জেরা করেছে নিরাপত্তাকর্মী ও পুলিস। এমনকী ফোনও ব্যবহার করতে দেননি। এত জেরা কার ভালো লাগে? তাই আমেরিকা যাওয়া মোটেই পছন্দ নয় তাঁর। তবে এবার আর আমেরিকা নয়, যখন ‘পাঠান’, ‘জওয়ান’ পেরিয়ে ‘ডাঙ্কি’ জ্বরে ভুগছে গোটা দেশ, তখন খোদ মুম্বই বিমানবন্দরে(Mumbai Airport) ঢুকতে জেরার মুখে পড়তে হল শাহরুখ খানকে।
আরও পড়ুন- Jeet: জন্মদিনে বাড়ির সামনে জনজোয়ার, জিতের ফ্যানেদের কটাক্ষ রানার, কী বলছেন সুপারস্টার?
বৃহস্পতিবার বিকেলে নিজের ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীর টিমের সঙ্গে মুম্বই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান। যথারীতি সেখানে পাপারাৎজিদের ভিড় ছিল, এমনকী সাধারণ মানুষও তাঁর এক ঝলক পেতে অস্থির। বরাবরের মতোই এদিনও সকলের নজর ছিল খানসাহেবের উপর। ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সময়ে কালো পোশাকেই দেখা যায় শাহরুখকে। এদিনও তিনি কালো পোশাকেই ছিলেন। তাঁর পরনে ছিল কমফি প্যান্টস, কালো টি-শার্ট সঙ্গে কালো জ্যাকেট, চোখে কালো চশমা, চুলে হেয়ার ব্যান্ড। এয়ারপোর্ট লুকে সবাইকে টেক্কা দিয়েছেন মেগাস্টার।
শাহরুখকে দেখা মাত্র চারপাশে ফ্ল্যাশের ঝলকানি। তাঁকে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ফটোগ্রাফারদের মধ্যেই। এমতাবস্থায় ক্যামেরার ভিড়ের মাঝেই বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিক আটকালেন কিং খানের পথ। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। বরাবরই বিমানবন্দরে ঢোকার আগে টিকিট ও আইডি চেক করেন নিরাপত্তা আধিকারিকরা, সে আপনি সেলেব হোন বা কোনও ভিআইপি। তবে এদিন যেন একটু বেশি সময় ধরে শাহরুখের আইডি চেক করেন নিরাপত্তাকর্মী, যা দেখে অবাক নেটপাড়া।
যদিও অভিনেতা ধৈর্য হারাননি শাহরুখ খান। বিনীতভাবে সাধারণ যাত্রীদের মতোই নিজের পরিচয়পত্র দেখান ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা। টিকিটের সঙ্গে ভালো করে শাহরুখের আইডি মিলিয়ে নেন আধিকারিক। গোটা সময়েই অভিনেতার মুখে লেগে ছিল চওড়া হাসি। এরপরেই তাঁকে ভিতরে প্রবেশ করার ছাড়পত্র দেন নিরাপত্তা আধিকারিকরা। শাহরুখের ব্যবহারে মুগ্ধ নেটপাড়া।
আরও পড়ুন- Shah Rukh Khan: ‘জীবন গড়ার তাগিদে শহর ছেড়েছি কিন্তু…’ ‘ডাঙ্কি’র নয়া গানে চোখে জল শাহরুখ-সোনুর…
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে শাহরুখ জানান যে কেন বারংবার তিনি আমেরিকায় জেরার মুখে পড়েন। অভিনেতা বলেন তিনি জানতে পেরেছেন যে এক বড়মাপের সন্ত্রাসবাদীর ছদ্মনাম শাহরুখ খান। বারংবার সেই কারণেই, নিরাপত্তার কারণেই তাঁকে জেরা করেন আমেরিকান পুলিস। পাশাপাশি মেগাস্টার জানান যে বারংবার তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে, তাঁকে ভারতীয় দূতাবাসের অফিসাররা বাঁচান। মুম্বইয়ের আমেরিকান দূতাবাস থেকে ক্ষমা চাওয়া হয় কিন্তু ফের একই ঘটনা ঘটে। সেই কারণেই আমেরিকা যাওয়া থেকে নিজেকে বিরত রাখতেই পছন্দ করেন শাহরুখ খান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)