সল্টলেকের একই ঠিকানায় ৫ ভুয়ো ভোটার, কমিশনে জানালেও মেলেনি ফল – five fake voters at the same home address in salt lake


তাপস প্রামাণিক
একই বাড়ির ঠিকানায় পাঁচ-পাঁচজন ভুয়ো ভোটার! তাও আবার সল্টলেকের মতো অভিজাত এলাকায়। ভুয়ো ভোটারদের নাম দিতে এখন হন্যে হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন বাড়ির মালিক। বেশ কয়েক মাস হয়ে গেল তিনি এসডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন। নির্বাচন কমিশনকেও সবিস্তার জানিয়েছেন। কিন্তু তাতেও কোনও ফল মেলেনি। হাজার অনুরোধের পরও ভোটার তালিকায় এখনও পাঁচজন ভুয়ো ভোটারের নাম জ্বলজ্বল করছে।

বাংলায় ভুয়ো ভোটার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ শোনা যায়। এক সময়ে এই নিয়ে বহু আন্দোলন করেছেন তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটলেও ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে সরব এখন যাঁরা বিরোধী, তাঁরা। সেই অভিযোগের তদন্ত করতে সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে সম্প্রতি কমিশনের তরফে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। সেইমতো রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে।

তার মধ্যেই সল্টলেকের মতো জায়গায় একই বাড়িতে পাঁচজন ভুয়ো ভোটারের সন্ধান মেলায় চিন্তিত কমিশনের কর্তারা। তাঁদের একাংশের আশঙ্কা, খুঁজলে হয়তো এ রকম আরও অনেক ভুয়ো ভোটারের সন্ধান মিলতে পারে। বিশেষ করে সল্টলেক, নিউ টাউন, রাজারহাটের বহু তল্লাটে, যেখানে পাড়া কালচার নেই, একে অন্যকে ভাল করে চেনেন না— সেই সব জায়গায় এই ধরনের ভুয়ো ভোটারের সন্ধান মিলতে পারে।

সল্টলেকের যে বাড়িতে এই পাঁচ জন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে, তার ঠিকানা হলো, এই-৩৫০, সেক্টর ১, সল্টলেক, কলকাতা-৭০০০৬৪। বাড়ির মালিক দীপঙ্কর দাস ‘এই সময়’-কে বলেন, ‘পুরভোটের আগে বিষয়টি আমাদের নজরে আসে। আমাদের নিজস্ব বাড়ি। কোনও দিন কাউকে আমরা ভাড়াও দিইনি। তা সত্ত্বেও আমাদের বাড়ির ঠিকানায় পাঁচ জন ভোটারের নাম দেখার পর আমরা অবাক হয়ে যাই। এই নামগুলো বাদ দেওয়ার জন্য আমি এসডিও এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। তার পরেও এখনও নামগুলো থেকে গিয়েছে।’

নভেম্বরের গোড়ায় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা। সেই সময়ে শাসক, বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সেই বৈঠকে সিপিএম নেতা রবীন দেব, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়রা একযোগে অভিযোগ করেন, এ রাজ্যে ভোটার তালিকায় অনেক ভুয়ো নাম রয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নামও ঢোকানো রয়েছে। সেই সব নাম বাদ দেওয়ার জন্য কমিশনের কাছে আর্জি জানান তাঁরা। সেই মতো ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত বিএলও-দের কাছে নির্দেশ পাঠানো হয়েছে বলে কমিশনের কর্তারা জানাচ্ছেন।

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে। সেই সময়ে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার জন্য বিশেষ নজর দিতে বলা হয়েছে। মোবাইল ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নাম নথিভুক্ত করা যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়েও নাম তোলা যাবে।

তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘ভোটার তালিকা তৈরি করে কমিশন। তাতে যদি কিছু ভুল থাকে, তা হলে সেটা কমিশনের দায়িত্ব। আমরা প্রথম থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়ে আসছি।’ বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘কমিশনের নিজস্ব স্টাফ কম। তাঁদের হয়ে সরকারি কর্মীরাই ভোটার তালিকা সংশোধনের কাজটা করেন। তাঁদের উপর শাসক দলের প্রভাব থাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *