Actress Hidden Marriage: ৩ বছর ধরে বিয়ের কথা গোপন, অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর আগে তবে সে কথা গোপনেই রেখেছিলেন অভিনেত্রী(Actress)। অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন বাংলাদেশের নায়িকা আঁচল আঁখি(Anchal Ankhi)। ২০২১ সালে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। 

আরও পড়ুন- Hero Alom: দল বদলে ‘ডাব’ হাতে হাসিনাকে চ্যালেঞ্জ হিরো আলমের…

বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে আঁচল নিজেই এই খবর প্রকাশ করেছেন। আঁচল জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যমে সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত আমার স্বামী। আর বিয়ের কথা গোপন রাখেননি বলে জানিয়ে তিনি বলেন, বিয়ের বিষয়টি কাছের মানুষজন সবাই জানত। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে আমাদের পারিবারিক আয়োজনে বিয়ে হয়। আঁচল আঁখি বলেন, ‘আমাদের মাত্র অল্প কয়েক দিনের পরিচয়। বিয়ের পরই ভালো করে চেনাজানা শুরু হয়েছে। বিয়েটা হুট করেই হয়েছে।

অভিনেত্রী বলেন, ‘বিয়ের পর প্রেমের জীবনটা শুরু হয়েছে। বিয়ের পরই আমরা রিসেপশন করতে চেয়েছিলাম। তখন করোনা ছিল। সেই সময় হঠাৎ আমার শাশুড়ি মারা যান। যে কারণে আর অনুষ্ঠান করার মনমানসিকতাও ছিল না। কাউকে বলাও হয়নি। এখন সবাই জানলেন, আমাদের জন্য দোয়া করবেন।’

কেন অল্প পরিচয়ে তরুণ গায়ক সৈয়দ অমিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? নায়িকার মতে এটাও অনেকটা সিনেমার মতোই। তিনি বলেন, ‘আমাদের গান রিলিজ হওয়ার পর গানটির এডিটিং অনেক সুন্দর হয়েছিল। সিনেমার চেয়ে আমাকে গ্ল্যামারাস লাগছিল। নিজেকে দেখে আমি অবাক হয়েছিলাম। ধন্যবাদ বলার জন্য তাকে ফোন দিয়েছিলাম। তখন সে জানায়, আমার জন্যই সে সময় নিয়ে ফ্রেম ধরে ধরে সম্পাদনা ও কালারের কাজটি করেছে। আমাকে সারপ্রাইজ দেবে বলে। তখন বলি, ঠিক আছে, একদিন দেখা হবে। একপর্যায়ে সে বলে, “আপু, আপনাকে ট্রিট দেব।”’

আরও পড়ুন- Subhashree Ganguly Baby Name: ইউভানের বোন ‘ইয়ালিনী’, রাজ-শুভশ্রীর মেয়ের নামের অর্থ কী?

আঁচল বলেন, ‘কুমিল্লার ছেলেদের অনেক সাহস, আমি একটা নায়িকা, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি শুনে অবাক হয়েছিলাম। তাকে বলি, প্রেম নয়, বন্ধুত্ব নয়, সরাসরি বিয়ের প্রস্তাব, কত বড় সাহস তোমার?  আমরা তো বন্ধু হতে পারি। প্রেম হওয়ার মতো হলে পরে হবে। শুনে সে জানায়, অনেক দিন আগে থেকেই সে আমাকে পছন্দ করে। আমার সিনেমার ভক্ত। আরও অনেক কথা হয়। সে তার সবকিছু দেখতে বলে, তার পরিবারের সঙ্গে কথা বলতে বলে। এটাও বলে, সব দেখার পরে পছন্দ না হলে সে আমার সামনে আর কোনো দিন আসবে না। মাথা নিচু করেই আমার সামনে কথাগুলো বলেছিল। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়। সবকিছু মিলে যায়। এভাবে বিয়েটা হয়।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছে আছে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *