Bolla Kali Mandir : মামলা এগোতেই বলি বন্ধ বোল্লায়, হাইকোর্টের নির্দেশে চিরতরেই বন্ধ? – bolla kalibari is going to be stopped taking lives of goat in order of calcutta high court


এই সময়: হাজার হাজার ছাগল নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই যখন বোল্লা কালীবাড়িতে বলির জন্য জড়ো হচ্ছেন দূরদূরান্তের ভক্তরা, তখন কলকাতা হাইকোর্টে ওই বলির বিরুদ্ধে পদক্ষেপের আবেদন করলেন মামলাকারী। দিনের শেষে, মামলা এগোনোর আগেই অবশ্য আদালতের মনোভাব বুঝে উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন, হবে না বলি।

তবে দক্ষিণ দিনাজপুরে বিখ্যাত বোল্লা কালীমন্দিরে হাজার হাজার ছাগবলি এ বার চিরতরেই বন্ধ হতে পারে হাইকোর্টের নির্দেশে। দক্ষিণ দিনাজপুরে রাসমেলায় বিখ্যাত কালীপুজো হয় বোল্লা মন্দিরে। আজ, শুক্রবার সেই পুজো উপলক্ষে উদ্যোক্তারা জানিয়েছিলেন, ১০ হাজার ছাগবলি হবে। তা আটকাতে বৃহস্পতিবার হাইকোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করা হয়।

মামলাকারীর দাবি, এর আগে আদালতের নির্দেশে বলি বন্ধ হয়েছিল। কিন্তু ফের বলির উদ্যোগ হচ্ছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ, শুক্রবার দিনের শুরুতেই মামলাটি শোনার আশ্বাস দেন। তবে বোল্লা মন্দির কমিটির সভাপতি অর্ঘ্য সরকার পরে জানান, ভক্তদের আনা ছাগলগুলিকে উৎসর্গ করেই ছেড়ে দেওয়া হবে। তবে পুজোর জন্যে যে ছাগবলি দরকার, পুজো কমিটির উদ্যোগে তা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *