Chandrima Bhattacharya : বর্ধিত বেতন নেবেন না শুভেন্দু, কটাক্ষ চন্দ্রিমার – chandrima bhattacharya attacks suvendu adhikari about his remark on bill to increase the salaries of ministers


এই সময়: রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল বৃহস্পতিবার বিধানসভায় পাশ হলেও বর্ধিত বেতন নেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বকেয়া ডিএ-র দাবিতে যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন, বিধায়ক হিসাবে তাঁর বর্ধিত বেতন তাঁদের মামলার খরচ চলানোর জন্য দেবেন বলে শুভেন্দু এ দিন ঘোষণা করেছেন। তিনি বর্ধিত বেতন না নেওয়ার কথা ঘোষণা করলেও কোন বিধায়করা বর্ধিত বেতন সত্যিই নিচ্ছেন না, তা নজরে রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল বুধবার পাশ হয়েছে। বৃহস্পতিবার পাশ হয় রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল। শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা হওয়ায় তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান। ক্যাবিনেট মন্ত্রীদের সমতুল সুযোগ সুবিধাই তাঁর জন্য বরাদ্দ করা হয়। মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল পাশ হওয়ায় এ দিন শুভেন্দুর বেতনও বাড়ল।

যদিও এই বিল নিয়ে বিতর্কের সময়ে বিজেপির তরফে মনোজ টিগ্গা বর্ধিত বেতন গ্রহণের বিষয়টি ঐচ্ছিক রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব সরকারপক্ষ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে এ দিন বিধানসভায় নিজের কক্ষে শুভেন্দু বলেন, ‘যতদিন না সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন এবং প্রাক্তন বিধায়কদের বেতন বৃদ্ধি হচ্ছে, ততদিন বর্ধিত বেতনের ৫০ হাজার টাকা আমি ডিএ আন্দোলনকারীদের দেবো তাঁদের আইনি লড়াইয়ের জন্য। এই ৫০ হাজার টাকার চেক আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেবো। পরবর্তী সময়ে আমি কোনও প্রতিষ্ঠিত এনজিও-কে এই বর্ধিত বেতন দিয়ে দেবো।’

যদিও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অনেকে বর্ধিত বেতন নেবেন না বলছেন। আমরাও নজর রাখছি। দেখব, কারা নেবেন, আর কারা নেবেন না।’ চন্দ্রিমার এই মন্তব্য শুনে শুভেন্দু বলেন, ‘বেতন আরটিজিএসের মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তাই বর্ধিত বেতন অ্যাকাউন্টে ঢুকবেই, সেটা আটকানোর উপায় নেই। বিধায়কদের ভাতা বিল করে গ্রহণ করতে হয়। সেই ভাতা গ্রহণ না করার সুযোগ রয়েছে। আমাকে গত বছর সাড়ে পাঁচ মাস সাসপেন্ড করা হয়েছিল। আমি সেই সময়ে ভাতা নিইনি।’ রাজ্যের মন্ত্রীদের বেতন বাড়লেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেতন নেন না। প্রাক্তন সাংসদ হিসেবে পেনশনও গ্রহণ করেন না তিনি।বর্ধিত বেতন নেবেন না শুভেন্দু, কটাক্ষ চন্দ্রিমার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *