Government Hospital : মহকুমা হাসপাতালেই অত্যাধুনিক অস্ত্রোপচার! মুখ উজ্জ্বল বাঁকুড়ার – bankura khatra sub divisional hospital has done laparoscopic surgery for the first time good news


এই প্রথম সফল ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে ইতিহাস সৃষ্টি করল বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতাল। বাম আমলে ২০০৬ সালের ১৮ নভেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে খাতড়া মহকুমা হাসপাতালের পথচলা শুরু। তবে চালু হওয়ার দীর্ঘ ১৭ বছর এই প্রথম ল্যাপরোস্কপিক সার্জারি শুরু হল এই হাসপাতালে।

খাতড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বুধবার পিত্তথলিতে পাথরের উপসর্গ নিয়ে স্থানীয় কাশিডী গ্রামের বাসিন্দা কল্যাণী কিস্কু খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার এই হাসপাতালের চিকিৎসক ডাঃ বাণীপ্রসাদ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ডাঃ দেবজ্যোতি মণ্ডল সহ অন্যান্যদের উপস্থিতিতে এই মহিলার ল্যাপরোস্কোপিক পদ্ধতিতে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। আগামী দু’একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রোগী কল্যাণী কিস্কুর জামাই কৃষ্ণপদ সোরেন বলেন, ‘পেট ব্যাথার কারণে শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তারী পরীক্ষায় পিত্ত থলিতে পাথর ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে ল্যাপরোস্কপিক সার্জারিতে আমরা সম্মতি জানাই। অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন’

ল্যাপরোস্কপি কী?

বর্তমানে সারা বিশ্ব জুড়েই অত্যন্ত সমাদৃত ও আধুনিক সার্জারি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হল ল্যাপারোস্কপি। এই সার্জারি পদ্ধতিতে সংশ্লিষ্ট রোগীর পেটে একাধিক ফুটো করেই অস্ত্রোপচারের রোগ মুক্তি সম্ভব। এর ফলে রোগীর শারীরিক কষ্টও অনেকটাই কম হয়। তবে জেলার বেশ কিছু বেসরকারি হাসপাতালে এই পরিষেবা মিললেও খাতড়া মহকুমা হাসপাতালে এই ধরণের অস্ত্রোপচার এই প্রথম বলেই জানা গিয়েছে।

Bankura Hospital : রোগ সারাতে ‘ফেল’ ভেলোর! বিরল অসুখে আক্রান্ত বধূকে সুস্থ করল রাজ্যের সরকারি হাসপাতাল
কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?

অস্ত্রোপচারের মূল দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ বাণীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্য দফতরের কাছে ল্যাপরোস্কপিক সার্জারির প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আবেদন আমরা জানিয়েছিলাম। একমাস আগেই তা আমাদের কাছে পৌঁছেছে। এই হাসপাতালে প্রথম ল্যাপরোস্কপিক সার্জারি হওয়া কল্যাণী কিস্কু সম্পূর্ণ সুস্থ আছেন। তিন দিন পর থেকেই তিনি স্বাভাবিক কাজ কর্ম করতে পারবেন।’

খাতড়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অসিত কুমার হেমব্রম বলেন, ‘ এর কয়েক বছর আগে কলকাতা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের এখানে এই ধরণের অস্ত্রোপচার করেছিলেন। সেটা ছিল টিম ওয়ার্ক। তবে এবারই প্রথম আমাদের হাসপাতেল ল্যাপরোস্কপিক সার্জারি হল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *