Howrah Station : হাওড়া স্টেশনে উদ্ধার লাখ লাখ টাকা! অর্থের উৎস কী? শুরু তদন্ত – huge cash recovered from howrah station by rpf


তৃণমূল বিধায়কের বাড়ি থেকে গোছা গোছা টাকা উদ্ধারের ঘটনার মধ্যেই ফের হাওড়ায় উদ্ধার প্রচুর পরিমাণে টাকা। একজনের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এক যাত্রীকে আটক করেছে RPF। কোথা থেকে এই টাকা এল সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

কী জানা যাচ্ছে?

ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে নগদ টাকা। জানা গিয়েছে, এদিন আরপিএফ জওয়ানরা যখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ডিউটি করছিলেন সেই সময় একজন যাত্রীকে দেখে তাঁদের সন্দেহ হয়। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই যাত্রীকে। বিষয়টি লক্ষ্য করে তাঁকে দাঁড় করান জওয়ানরা। শুরু হয় তাঁকে জিজ্ঞাসাবাদ।

উদ্ধার লাখ লাখ টাকা

এরপরেই ওই যাত্রীর ব্যাগ খুলে শুরু হয় তল্লাশি। আরপিএফ জওয়ানরা তার ব্যাগে তল্লাশি চালালে প্রায় ২৪ লাখ টাকা নগদ উদ্ধার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই নগদ টাকার প্রেক্ষিতে সে কোন কাগজ দেখাতে পারেনি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আর পি এফ এর পক্ষ থেকে বাজেয়াপ্ত সমস্ত টাকা কাস্টমস বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি কোথা থেকে এত টাকা পেলেন, টাকার উৎস কী? সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

হাওড়া স্টেশনে এর আগেও বেহিসাবী নগদ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। সন্দেহজনক কিছু পাচারের উদ্দেশে অনেকেই হাওড়া স্টেশনকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। যে কারণে আগের তুলনায় হাওড়া স্টেশনে আরপিএফ জওয়ানদের নজরদারি আগের থেকে তুলনায় বাড়ানো হয়েছে। সন্দেহজনক কিছু লক্ষ্য করলেই জিজ্ঞাসাবাদ, তল্লাশি করছেন জওয়ানরা।

Jafikul Islam : গোরুর হাটের মুন্সি জাফিকুলই আজ ‘কোটিপতি’, কী ভাবে উত্থান ডোমকলের তৃণমূল বিধায়কের?
প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া স্টেশন থেকে ১১ লাখ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। RPF সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপরেই তাঁর তল্লাশি চালানো হয়। সঠিক নথি দেখাতে না পারায় তাঁকে আটক করে তল্লাশি চালায় আরপিএফ। এরপরেই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা ও সোনা। এর আগেও একাধিকবার টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। আগামী দিনেও এরকম সন্দেহজনক তল্লাশি চালানো হবে বলেও জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *