Moloy Ghatak Trinamool : ED-র পর মলয়ের পিছনে CBI! মন্ত্রীর সঙ্গে যুক্ত ৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব – cbi urges private bank to give five account details related to minister moloy ghatak on coal scam


বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক কাউন্সিলর ও বিধায়কসহ মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচারকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল মলয়ের। তাঁকে ১২ বার তলব করা হলেও এখনও অবধি ইডির সামনে তিনি একবার হাজিরা দিয়েছেন। এবার সিবিআইয়ের স্ক্যানারে আইনমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মলয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের

কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, আইনমন্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মিলিয়ে মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে মলয় ও তাঁর পরিবারের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে যাবতীয় লেনদেনের তথ্য ১৩ ডিসেম্বর মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরের জমা দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রতিটি পাতায় ম্যানেজারের সইও সিবিআইয়ের তরফে চেয়ে পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, ওই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় KYC হিসেবে কোন কোন নথি জমা দেওয়া হয়েছে, সেই তথ্যও ব্যাঙ্ক থেকে তলব করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে লেনদেনে কোনও অনিময় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Jafikul Islam : CBI স্ক্যানারে তৃণমূল বিধায়ক! কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরা জাফিকুলের বাড়ি, চলছে তল্লাশি
কলয়া পাচারকাণ্ডে মলয়ের বিরুদ্ধে সিবিআইয়ের এই তৎপরতা আইনমন্ত্রীর উপর আরও চাপ বাড়াল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, ব্যাঙ্ক থেকে ওই পাঁচটি অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে মলয়ের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনে মলয়ের বিরুদ্ধে সিবিআইয়ের তৎপরতা আরও বাড়ে কি না, সেদিকে নজর থাকবে সকলের।

ইডির নজরে আইনমন্ত্রী

কয়লা পাচারকাণ্ডে আগেই নাম জড়ায় মলয় ঘটকের। তাঁকে দিল্লির ইডি দফতরে ১২ বার তলব করা হলেও তিনি এখনও অবধি একবার হাজিরা দিয়েছেন। সম্প্রতি রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। একই সঙ্গে ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদনও করেন তিনি। কিন্তু আদালত মলয়ের আবেদনে কোনও সাড়া দেয়নি। তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে বয়সের কারণে মলয় তাঁকে কলকাতায় তলবের আবেদন জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। সেই আর্জিতে সাড়া দেয় আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *