Trinamool Congress : শুভেন্দুর জেলায় সবুজ টর্নেডো! বিজেপিকে হেলায় হারিয়ে জয়ী তৃণমূল – trinamool congress wins co operative society election in purba medinipur district


বছর ঘুরলেই দিল্লি দখলের লড়াই। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসরে নেমেছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলগুলি। তৃণমূল ও বিজেপির তরজায় ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে বড় ধাক্কা খেলে বিজেপি। সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। যা লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছে তৃণমূল।

তৃণমূলের কাছে বিজেপির পরাজয়

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেই নির্বাচনে বিরোধীদের পরাজিত করে বিজয় পতাকা ওড়াল তৃণমূল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শাসকদল তৃণমূলের সমবায় নির্বাচনে জয়লাভ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে মোট আসন ৪৬টি। এর মধ্যে ৩৬টি আসনে তৃণমূল মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে। বিজেপির দখলে গিয়েছে মাত্র ১০টি আসন।

জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই এই সমবায় তৃণমূলের দখলে ছিল। তবে এই প্রথম বিজেপি প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করে। তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে মেতে ওঠে শাসকদলের কর্মীরা। তবে এই জয়কে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, লোকসভা নির্বাচনে এক কোনও প্রভাব পড়বে না।

Howrah News: ‘পাঁচলায় চলে আলাদা সংবিধান, এখানে বিরোধীদের জায়গা নেই!’ তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক
কী বলছে বিজেপি-তৃণমূল?

অন্যদিকে তৃণমূলের জয়ী প্রার্থী আখতিয়ার রহমান বলেন, ‘এই সমবায় জন্মলগ্ন থেকে ডানপন্থীদের দখলে। দিনের পর দিন সদস্য সংখ্যা বেড়েছে। সদস্য সংখ্যা ২২৫০। আমরা সবার সমর্থন পেয়ে জয়ী হয়েছি। বোর্ড আমাদের দখলে। বিজেপি ও সিপিএম সবাই মিলে লড়াই করেও আমাদের হারাতে পারেনি। লোকসভা নির্বাচনের আগে এই জয় অনেক বড়। তবে তৃণমূলের নাম করে কিছু লোক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসলে তাঁরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দলে উচ্চ নেতৃত্বকে আমরা গোটা বিষয়টি জানিয়েছি।’

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা বামদেব গুছাইত বলেন, ‘সাধারণ নির্বাচন ও সমবায় নির্বাচন সম্পূর্ণ আলাদা। আগে ওরা জোর করে দখল করত। এবছর আমরা তা করতে দিইনি। তৃণমূলের নিজেদের মধ্যেই কোনও মিল নেই। দুটি প্যানেল করে লড়াই করেছে। প্রথমবার লড়াই করেই আমরা অনেক মানুষের সমর্থন পেয়েছি। লোকসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *