Amarnath Shakha BJP : অভিষেকের নামে প্রকল্প চাই! মোদীকে ‘আবেদন’ বিজেপি বিধায়কের, হইচই রাজ্যে – amarnath shakha bjp mla teases trinamool congress leader abhishek banerjee on mgnrega scheme


১০০ দিনের কাজের বকেয়া টাকা দাবিতে সম্প্রতি বিধানসভায় বিধায়কদের নিয়ে ধরনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যে সব জবকার্ড হোল্ডাররা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছেন, তাঁদের কাছে শাসকদলের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য। সম্প্রতি বাঁকুড়ার ওন্দার বিধানসভার কয়েকজন জবকার্ড হোল্ডারও অভিষেকের পাঠানো টাকা ও চিঠি পেয়েছেন। আর এর মধ্যেই অভিষেকের টাকা দেওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল

১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের টাকা দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করেন ওন্দার বিজেপি বিধায়ক। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এটা তো আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। তবে আমার প্রশ্ন বাকি বঞ্চিতরা টাকা পাবেন তো? আমি আশা রাখছি প্রত্যেক টাকা অভিষেক মিটিয়ে দেবেন। কথা যখন দিয়েছে, রাখতেই হবে। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’

জব কার্ড হোল্ডারদের টাকা তৃণমূলের

শুক্রবার বাঁকুড়া জেলার ছয়জনের হাতে টাকা তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তাও তাঁদের হাতে তুলে দেন বাঁকুড়ার জেলার তৃণমূল নেতৃত্ব। জয়পুর ব্লকের তিনজন জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টাকা তুলে দেওয়া হয় তৃণমূল নেতৃত্বের তরফে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি জবকার্ড হোল্ডারদের হাতে বকেয়া টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি চিঠি তুলে দেন।

Mamata Banerjee News : রং নিয়ে আপত্তির কারণে বন্ধ টাকা! স্বাস্থ্যমন্ত্রকের সিদ্ধান্ত নিয়ে মোদীকে চিঠি মমতার
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। এই শুরু হল, আগামী দিনে আরও জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। বাঁকুড়া জেলার ২৫০ জনকে টাকা দেওয়া দেওয়া হবে।’

অন্যদিকে টাকা পেয়ে খুশি জবকার্ডা হোল্ডাররাও। প্রিয়াঙ্কা কুম্ভকার পাল বলেন, ‘১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। টাকা নাম পাওয়ার কারণে পরিবারকে নিয়ে সমস্যায় পড়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *