এই সময়: আজ, শনিবার বেলা দশটার পর থেকে ইএম বাইপাস লাগোয়া দুই পাশের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ। পুরসভার এক আধিকারিক জানান, পিকনিক গার্ডেন থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে।
এই সমস্ত এলাকায় রবিবার সকালের পর থেকে পানীয় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে। মেরামতির কাজের জন্য এই জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে পুরসভা সূত্র জানানো হয়েছে। তিনটি বরোর ১৮ টি ওয়ার্ডে এই জল সরবরাহ বন্ধ থাকবে।
এই সমস্ত এলাকায় রবিবার সকালের পর থেকে পানীয় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে। মেরামতির কাজের জন্য এই জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে পুরসভা সূত্র জানানো হয়েছে। তিনটি বরোর ১৮ টি ওয়ার্ডে এই জল সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে রয়েছে, পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, গিরিন্দ্র শেখর রোড, মেট্রোপলিটন, তপশিয়া, চায়না টাউন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণব ঘাটা, রামলাল বাজার,কসবা, সন্তোষপুর, হালতু,অজয় নগর, রামলাল বাজার, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম এবং সার্ভে পার্ক।