Mamata Suvendu Meeting : নবান্নের বৈঠকে আমন্ত্রণ, মুখোমুখি কি মমতা-শুভেন্দু – tmc invitation letter to suvendu adhikari for the meeting at nabanna


এই সময়: বিধানসভায় কার্যত ‘টাগ অফ ওয়ার’ চলছে শাসক-বিরোধী শিবিরের। এক পক্ষ ‘চোর’ স্লোগান তুললে পালটা স্লোগান উঠছে অন্য শিবির থেকেও। মুখ্যমন্ত্রীকে কার্যত বয়কট করার কথা ঘোষণা করেছেন বিজেপি বিধায়কেরা। এমন অবস্থায় পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে নবান্নে বৈঠকের জন্য আমনন্ত্রণপত্র পাঠানো হল।

রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্যের নাম ঠিক করার জন্য ওই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগে ৪ ডিসেম্বর ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দিন বদলে এ মাসেরই ১৪ তারিখ বৈঠক হবে বলে ঠিক হয়েছে। সেই বৈঠকে তিনি যাবেন কি না, তা তিনি পরে জানাবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শুভেন্দু।

তবে তিনি যান বা না-ই যান, রাজ্য রাজনীতিতে বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পরে এই প্রথম নবান্নের ১৪ তলায় ডাক পড়ল তাঁর। মানবাধিকার কমিশনের সদস্য বেছে নেওয়ার জন্য বৈঠক হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। সেদিন বিকেল ৩টেয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক হওয়ার কথা ছিল।

শুক্রবার নবান্নের তরফে ওই বৈঠকের স্থান ও সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে বিরোধী দলনেতাকে। রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্য নিয়োগের জন্য বিধি অনুযায়ী একটি কমিটি রয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকার জন্য বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণের চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা।

স্পিকারের প্রতি অসম্মানজনক ব্যবহারের অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে। তার প্রেক্ষিতে পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। গত মঙ্গলবার শুভেন্দু বলেছিলেন, ‘আমরা, বিজেপির সদস্যরা যেখানে স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, সেখানে সংবিধান দিবসে মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নেই।’

তার পরেই এই বৈঠক বিধানসভার স্পিকারের ঘর থেকে সরিয়ে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। তবে শুভেন্দু মুখ্যমন্ত্রীকেও বয়কট করার কথা বলেন শুক্রবার। এদিন বিধানসভায় তিনি বলেন, ‘আমাদের পরিষদীয় দলের বৈঠকে মনোজ টিগ্গার প্রস্তাবে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় এলে আমাদের বিধায়করা তাঁকে বয়কট করবেন।’

Suvendu Adhikari Suspended: অধ্যক্ষকে অসম্মান, বিধানসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড শুভেন্দু
ফলে নবান্নের আমন্ত্রণে সেদিন শুভেন্দু কী করবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, শেষ মুহূর্তে তাঁর সিদ্ধান্তের কথা শুভেন্দু নিজেই জানিয়ে দেবেন। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য পদের জন্য তিনটি আবেদন জমা পড়েছে। তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত আমলা বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তিনি আগে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা পালন করেছেন।

এছাড়াও অবসরপ্রাপ্ত বিচারপতি পার্থসারথি মুখোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত পুলিশকর্তা অধীর শর্মার আবেদনও জমা পড়েছে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য পদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *