Primary Recruitment Scam : নিয়োগ মামলা সারদা তদন্তের মতো হোক তা চাই না, মন্তব্য বিচারপতির – primary recruitment scam case to be like sarada investigation says justice abhijit gangopadhyay


এই সময়: প্রাথমিকের নিয়োগে সিবিআইয়ের রিপোর্টে এমন কিছু তথ্য আছে যা এখনই প্রকাশ্যে আনতে নারাজ হাইকোর্ট। এদিন সেই রিপোর্ট দেখে এই মন্তব্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘রাজ্যের লোক এত বোকা নয়, সকলে সবকিছু জানে। সবার সামনেই এই দুর্নীতি হয়েছে।’

বিচারপতির আরও বক্তব্য, ‘পূর্ণ রাজনীতিক, আধা রাজনীতিক, পুলিশ এবং গোয়েন্দা সকলে জানতেন এই দুর্নীতির কথা। সিবিআই রিপোর্ট দেখে এটা স্পষ্ট।’ এদিন সিবিআইয়ের গঠিত সিটের প্রধানকে উদ্দেশ করে বিচারপতির মন্তব্য, ‘ইডির সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছেন না সিটের প্রধান অশ্বিন শেনভি। অনেক অভিযুক্তের নাম চার্জশিটে নেই।’

সিবিআইকে তাঁর পরামর্শ, ‘ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখুন। আরও অনেক তথ্য পাবেন।✓বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আমি চাই না এটা আরেকটা সারদা মামলা হয়ে যাক।’ সিবিআইকে দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরুর পদক্ষেপ করতে বিচারপতি সিবিআইকে এদিন পরামর্শ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *