Sundarban Tour : সুন্দরবনে এবার রো-রো ভেসেল – vessel services are being launched to strengthen in sundarban islands


এই সময়: পিছিয়ে পড়া সুন্দরবনের বিভিন্ন দ্বীপে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে চালু হচ্ছে রো-রো ভেসেল পরিষেবা। এর ফলে দ্বীপগুলিতে খুব সহজেই পণ্যবাহী ট্রাক, বাস, ম্যাটাডোর সহ বিভিন্ন জিনিসপত্র পৌঁছে যাবে। শুক্রবার বিধানসভায় এ কথা জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।

এ দিন বিধানসভায় সুন্দরবন উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনায় অংশ নিয়ে প্রদীপ জানান, পাথরপ্রতিমা, গোসাবা-সহ সুন্দরবনের বিভিন্ন দ্বীপে রো-রো ভেসেল পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তার জন্য মোট ৫৪ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে ৩৬ কোটি ব্যায় হবে জেটি নির্মাণে এবং ১৮ কোটি টাকা খরচ হবে রো-রো ভেসেল তৈরি করতে।

মোট চারটি রো-রো ভেসেল কেনা হবে। মোট চারটি জায়গায় নতুন জেটি তৈরি হচ্ছে। এগুলি হল পাথরপ্রতিমার বিরাট বাজার নর্থ ব্যাঙ্ক, বিরাট বাজার সাউথ ব্যাঙ্ক, কালীবঙ্গাল ঘাট এবং চাঁদমারি ঘাট। গোসাবা দ্বীপেও আটটি আরসিসি জেটি বানানো হচ্ছে।

এদিন বিধানসভায় একশো দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সম্পদ সৃষ্টিতে পশ্চিমবঙ্গ ২০১৬ সাল থেকে একটানা শীর্ষস্থানে থাকলেও একশো দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *