Suvendu Adhikari : ‘বিশেষজ্ঞদের নিজ ক্ষেত্রেই রাখা উচিত’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অধীরের মন্তব্যের বিরোধিতা শুভেন্দুর – suvendu adhikari criticises adhir ranjan chowdhury statement to make justice abhijit ganguly chief minister of west bengal


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য নিয়ে তোলপাড় গোটা বাংলা। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার প্রস্তাবে ভিন্ন মত পোষণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে অধীর চৌধুরী কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কংগ্রেস দলের হয়ে নির্বাচনে লড়ার জন্য বলছেন, প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, তাঁর কথায় কোনও ভিত্তি নেই বলেই দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, যে ব্যক্তি যে বিষয়ে অভিজ্ঞ তাঁকে সেই জায়গাতেই কাজ করতে দেওয়া উচিত।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন বলেন, ‘কোন দলের হয়ে উনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন? কোন দলের কংগ্রেসের? অধীর চৌধুরী তো কংগ্রেসের মালিক নন। কংগ্রেসের মালিক সোনিয়া গান্ধী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রাখেন।’ অধীরের মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘এদের কথায় রিয়াক্ট করার মানে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করা ছাড়া অন্য কিছু নয়।’

অধীরকে কটাক্ষ

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা উচিত এই প্রসঙ্গে মানুষের আস্থা এবং বিশ্বাসের কথা তুলে ধরেন অধীর। পালটা শুভেন্দু এদিন বলেন, ‘ওঁর (অধীর রঞ্জন চৌধুরী) কোন পুঁথিগত শিক্ষা নেই। কিন্তু আমরা পিএসির (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) সদস্য আছি। আমরা কারও নাম দিইনি। আমরা দিয়েছি ডঃ অশোক লাহিড়ীর নাম। এইখানে বিজেপির সঙ্গে কংগ্রেস বা তৃণমূলের, সিপিএমের তফাৎ। আমরা বরাবরই চাই, যে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এবং তার পরামর্শ অনুযায়ী চলা উচিত।’

খেজুরিতে সভা

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন। সেই প্রসঙ্গে শনিবার খেজুরির কামারদায় বিজেপি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে তিনি বলেন, ‘আগে ৩১ শে অক্টোবরের মধ্যে ১০০ দিনের টাকা এনে দেবে বলেছিল। না আনতে পারলে ১লা নভেম্বর থেকে রাজভবন অচল করে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু তার পর থেকে তোমার দেখা নাইরে, তোমার দেখা নেই।’ এসব ঔদ্ধত্য, অংকারের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয় বলে তাঁর মত।

Justice Abhijit Ganguly Latest News: ‘আমি ভগবান নই…’, অধীরের মন্তব্য নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও এদিন সরব হন শুভেন্দু। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বিজেপি নেতা কর্মীদের পুলিশ মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। শুভেন্দু জানান, আইনি লড়াই করে তাঁদের জামিন করিয়েছি। আগামীদিনে যাতে পুলিশ অত্যাচার না করতে পারে তার জন্য প্রতিবাদ সভার আয়োজন। এদিন কামারদা বাজারে প্রতিবাদ সভা মঞ্চে যে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছিল তাঁদের ফুল, উত্তরীয়, গেরুয়া তিলক দিয়ে স্বাগত জানান শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *