Abhishek Banerjee : সরকারি অনুষ্ঠানে সাংসদ অভিষেকের ছবি! সমালোচনা BJP-র, বিতর্ক বর্ধমানে – tmc mp abhishek banerjee picture in government programme banner at bardhaman creates controversy


তৃণমূলের অন্দরে আদি-নব্য লড়াই নিয়ে শুরু চাপানউতর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে চলছে পারস্পরিক মতবিরোধ। এর মাঝেই দেখা গেল বর্ধমানে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত দুর্গা কার্নি ভ্যালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যাকে ঘিরে শুরু বিতর্ক।

কী নিয়ে বিতর্ক?

শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পুজো কার্নিভ্যালে অংশগ্রহণকারী ২৭টি পুজো কমিটিকে পুরষ্কৃত করা হয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষেরাও। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানেই অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি থাকা নিয়ে রীতিমত বিতর্ক দেখা দেয়।

বিজেপি কী বলছে?

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, সরকারি অনুষ্ঠান সেখানে অভিষেকে ছবি কেন? কাকে খুশি করতে এই ছবি দেওয়া হল? উনি তো এই এলাকার সাংসদ নন! তাহলে কেন? যদি সাংসদ হিসাবে হয় তাহলে জেলায় তো আরও ২ জন সাংসদ আছেন তাদের নয় কেন? কেনই বা তাঁদের নিমন্ত্রণ পর্যন্ত করা হল না। তাঁর কথায়, আসলে তৃণমূলে আদি-নব্যর লড়াই চলছে। অভিষেকে ছবি নিয়ে সওয়াল করছেন কুণাল ঘোষ আবার পালটা সওয়াল করছেন সৌগত রায়। সৌগত রায়ের সমালোচনা করেছেন মদন মিত্র। নেতাজি ইন্ডোরে অভিষেকের ছবি না থাকায় মঞ্চ ছাড়েন কুণাল ঘোষ। সেই কারণেই সরকারি অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে।
বিজেপি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রীক জেলার সভাপতি অভিজিৎ তা জানান, এটা যদি সরকারী টাকায় অনুষ্ঠিত হয় এবং এর আয়োজক যদি ডিএম ও এসপি হন তাহলে অভিষেকের ছবি কেন? যদি রাখতেই হয় তাহলে স্থানীয় সাংসদের ছবি রাখতে হত। তা না করে এইসব করা দ্বিচারিতা ছাড়া আর কিছু না।

Bardhaman News : ‘এক মন্ত্রীও জড়িত’, বর্ধমানে ভুয়ো অ্যাকাউন্টের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন সৌমিত্র
তৃণমূল কী বলছে?

পালটা রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিজেপির যে সাংসদদের কথা বলা হচ্ছে তাঁদের দেখা পাওয়া যায় না। তার দলের কর্মীরাই নিখোঁজ পোস্টার লাগাচ্ছেন। সরকারি অনুষ্ঠানে অভিষেকের ছবি লাগানোয় কোনও অন্যায় হয়নি। একজন জনপ্রিয় সাংসদ হিসাবে তাঁর ছবি লাগানো হয়েছে। এতে অন্যায় কোথায়? তৃণমূল সরকারি মঞ্চকে দলীয় মঞ্চ হিসাবে ব্যবহার করে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *