Kolkata Metro : সল্টলেকে আইটি সেন্টার মেট্রো স্টেশনের কাজ চলছে জোরকদমে, কী কী সুবিধা পাবেন যাত্রীরা? – kolkata metro it centre station construction work is in full swing


কলকাতার আইটি হাবের অফিস যাত্রীদের জন্য তৈরি হচ্ছে আইটি সেন্টার মেট্রো স্টেশন। অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে জয় হিন্দ (বিমানবন্দর) করিডোরে আইটি সেন্টার মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে। মেট্রো স্টেশনে থাকছে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে স্টেশনটি।

মেট্রোর কাজ চলছে জোরকদমে

মেট্রো রেলওয়ে সূত্রে খবর, গ্রীন লাইনের বিদ্যমান সল্টলেক সেক্টর V স্টেশনের পাশে কলকাতার আইটি হাবের কাছে এই স্টেশনটি নির্মাণ হতে চলেছে। এটি অরেঞ্জ লাইন এবং গ্রীন লাইনের একটি ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে। মেট্রো জানিয়েছে, একবার এই স্টেশন চালু হলে স্টেশনটি আগামী দিনে হাজার হাজার যাত্রী, অফিসগামী এবং আইটি পেশাজীবীদের আশা পূরণ করতে চলেছে৷

কী সুবিধা থাকছে?

জানা গিয়েছে, এই স্টেশনের কংক্রিটিংয়ের কাজ প্রায় শেষ। স্টেশনের ছাদের আচ্ছাদনের কাজ প্রায় শেষ। মেঝে গ্রানাইট দিয়ে আবৃত করা হয়েছে। আইটি সেন্টার মেট্রো স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা প্রদান করা হচ্ছে। এই স্টেশনে ৭টি এসকেলেটর সিঁড়ি, ৩ টি লিফট এর ব্যবস্থা থাকবে৷ এগুলি ছাড়াও এখানে ৮টি সিঁড়িও পাওয়া যাবে।

কী সুবিধা পাবেন যাত্রীরা?

পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যাত্রীদের সুবিধার্থে জরুরি আলোর ব্যবস্থা, অন্ধদের জন্য স্পর্শকাতর ফ্লোর ইন্ডিকেটর সহ আরও কিছু অতিরিক্ত সুবিধা থাকবে এই স্টেশনে। এখানেই শেষ নয়, আইটি সেন্টার স্টেশনে মোট 180-মিটার দৈর্ঘ্যের দুটি প্রশস্ত প্ল্যাটফর্ম। এছাড়াও থাকছে টিকিট কাউন্টার, নিজদের টিকিট কেটে নেওয়ার জন্য স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থাকবে। এগুলি ছাড়াও যাত্রীদের সুবিধার্থে মহিলাদের জন্য একটি, পুরুষদের জন্য একটি এবং দিবাঙ্গদের জন্য একটি টয়লেট থাকবে।

Kolkata Metro : কলকাতায় দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালু দ্রুত! তালিকায় কোন কোন স্টেশন?
প্রসঙ্গত, এর আগে অরেঞ্জ লাইনে নবদিগন্ত মেট্রো স্টেশনের কাজের জন্য কিছু অসুবিধা তৈরি হয়েছিল। মেট্রোর যাত্রাপথে টেকনোপলিস এলাকায় কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। রেল বিকাশ নিগম লিমিটেড এর দায়িত্বে ছিল এই মেট্রো স্টেশন নির্মাণের কাজের দায়িত্ব। RVNL এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই সমস্যাগুলি অনেকটাই মেটানো গিয়েছে। মেট্রো সূত্রে খবর, নবদিগন্ত স্টেশনের কাজ শেষ হতে এখনও প্রায় এক বছরের বেশি সময় লাগতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই স্টেশন তৈরির টার্গেট নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *