ক্রাচই ভরসা, হুইলচেয়ারে বসে ভোটার তালিকায় নাম তুলতে এলেন মেহেন্দি-নয়নারা – names of 31 specially abled people were included in the voter list in uluberia


এই সময়, উলুবেড়িয়া: ওঁদের মধ্যে কেউ হাঁটতে পারে না। আবার কারও দৃষ্টি নেই। কিন্তু ওঁরা ভোট দিতে আগ্রহী। তাই ভোটার তালিকায় নাম তুলতে ক্রাচে ভর দিয়েই এগিয়ে এলেন একে একে। মেহেন্দি, নয়না, দীপিকা, স্বপ্না, জাহিরা-সহ ৩১ জনের ঠিকানা উলুবেড়িয়ার কাটিলার আশাভবন সেন্টার বা এবিসি। এঁরা সবাই বিশেষভাবে সক্ষম। এই হোমের দুশো জন কিশোরীর মধ্যে এ বার ভোট দেওয়ার বয়স হয়েছে ৩১ জনের। রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে ওই ৩১ জনের নামই ভোটার তালিকায় তোলা হলো।

হাওড়া জেলা নির্বাচন দপ্তর ও জেলা প্রশাসন একটি শিবির করে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ব্যবস্থা করেছিল। এখন ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করা ও সংযোজনের কাজ চলছে। ৯ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। ভোটার তালিকায় নাম তোলা ও নতুন ভোটারদের উৎসাহিত করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কাটা, প্রদীপ জ্বালানো, বিশেষচাহিদা সম্পন্ন কিশোরীদের পরিচালনায় নৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয়। ফুটবল খেলারও আয়োজন করা হয়েছিল।

এ দিন এবিসি হোমে রেজিস্ট্রেশনের জন্য একটি ক্যাম্প করা হয়। সেই রেজিস্ট্রেশন টেবিলে কম্পিউটার নিয়ে বসেছিলেন এক কর্মী। তাঁর কাছে হুইলচেয়ারে বসে অনেকেই এলেন ভোটার তালিকায় নাম তুলতে। হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি মঞ্চ থেকে নেমে এসে নতুন ভোটারদের সঙ্গে কথা বলেন। ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া ১-এর বিডিও এইচএম রিজাউল হক ও হোমের অধিকর্তা জন মেরি বারুই। জেলাশাসক বলেন, ‘শুধু ভোটার তালিকায় নাম তোলা নয় কী ভাবে ভোট দেবে সে বিষয়েও নতুন ভোটারদের বোঝানো হয়েছে।’ আবাসিকদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি হোম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *