বৃদ্ধদের চিকিৎসায় হাসপাতালে স্মার্ট টিভি, মিউজ়িক সিস্টেম – all district hospitals including asansol have installed smart tv and music system in treatment of old aged


বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
প্রবীণ ও বৃদ্ধদের চিকিৎসায় রাজ্যের সব হাসপাতালে স্মার্ট টিভি ও মিউজ়িক সিস্টেমের ব্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর। এর জন্য পশ্চিম বর্ধমানের আসানসোল সমেত সব জেলা হাসপাতালেই বসছে স্মার্ট টিভি ও মিউজিক সিস্টেম। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, প্রত্যেক জেলা হাসপাতালে প্রবীণ ও বৃদ্ধদের জন্য ১০ শয্যার একটি করে পৃথক ওয়ার্ড তৈরি করতে হবে।

ইতিমধ্যে নির্দেশ পেয়ে কাজ শুরু করেছে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল। স্মার্ট টিভি চলে আসায় হাসপাতালে বৃদ্ধদের জন্য নির্দিষ্ট আউটডোরে তা বসিয়ে দেওয়া হয়েছে। চলে এসেছে মিউজ়িক সিস্টেমও। তবে দু’একটি যন্ত্রাংশ এখনও না আসায় সরকারি নিয়ম অনুযায়ী পুরুষ ও মহিলাদের ওয়ার্ডে তা এখনও বসানো যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার কঙ্কণ রায়। বলেন, ‘টেলিভিশন চালু করে দিলেও মিউজ়িক সিস্টেমের সামান্য কিছু যন্ত্রাংশ এসে পৌঁছয়নি। যাঁরা এই কাজ করছেন তাঁরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ওই যন্ত্রগুলো চলে আসবে।’

স্বাস্থ্য দপ্তরের বিশেষ কমিটির সুপারিশ ছিল, বিভিন্ন হাসপাতালে বয়স্ক রোগীদের মন খারাপ অসুস্থতার বড় কারণ। তাই মন ভালো রাখতে প্রয়োজন মিউজ়িক থেরাপি। সেই সুপারিশ মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তা কার্যকর করার নির্দেশও দিয়েছেন তিনি। এ জন্য একটি ৪২ ইঞ্চি স্মার্ট টিভি বয়স্ক রোগীদের জন্য বসানো হয়েছে আউটডোরের সামনে। এছাড়া পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে বসানো হবে মিউজ়িক সিস্টেম। সিস্টাররা যেখানে বসেন সেখানেই এই সিস্টেমের অ্যামপ্লিফায়ার থাকবে।

দিনের বেশিরভাগ সময়ে সেখানে মন মাতানো গান চলবে। টিভিতে দেখানো হবে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান। দেওয়া হবে সচেতনতার বার্তা। টিভি বা মিউজ়িক সিস্টেমে কী দেখানো বা শোনানো হবে তার একটি তালিকাও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকের বক্তব্য, সরকারি নির্দেশ আসায় আনুষ্ঠানিক ভাবে এই প্রথম জেলাস্তরেও মিউজ়িক থেরাপি চালু হচ্ছে। মেডিক্যাল কলেজগুলিতে জেরিয়াট্রিক্স বা বয়স্ক রোগীদের বিভাগ চালু থাকলেও জেলা হাসপাতালগুলিতে আগে তা ছিল না।

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, ‘মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। বয়স্কদের জন্য এই ভাবনা আরও বেশি করে খাটে। এখানে যদিও এখনও পর্যন্ত বয়স্কদের আলাদা ওয়ার্ড তৈরি হয়নি। তবে তাঁদের কথা মাথায় রেখে টিভি বসিয়ে দেওয়া হয়েছে।’ হাসপাতালের চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায় ও নির্ঝর মাঝি বলেন, ‘বয়স্কদের জন্য মিউজ়িক থেরাপি চিকিৎসা খুব ভালো কাজ করে। রোগীদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এমন চিকিৎসা পদ্ধতি সময়োপযোগীও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *